উপবৃত্তি নিউজশিক্ষা নিউজ

কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২ পলিটেকনিক উপবৃত্তি ২০২২-২৩ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

জুনিয়র ভোকেশনাল ৬ষ্ঠ-অষ্ঠম), এসএসসি (ভোকেশনাল) ,দাখিল (ভোকেশনাল) উপবৃত্তি

কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়লো। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির হার বিবেচনায় ও উপবৃত্তি কার্যক্রম অংশগ্রহণমূলক করার স্বার্থে এমআইএস সফটওয়্যারে ডাটা এন্ট্রির সময় ৯ মে পর্যন্ত বাড়ানো হলো। আঞ্চলিক কার্যালয়ের অফিস থেকে ১২ মের মধ্যে ডাটা কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। বর্ধিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি শেষ করতে বলেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

কারিগরি উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২২

উপবৃত্তি পেতে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্তির সময় বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। আগামী ৯ মে পর্যন্ত এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এমআইএস সফটওয়্যারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন। শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির হার বিবেচনায় এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। রোববার বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

The inclusion of technical student stipend information increased. The time of data entry in MIS software has been extended to manage the activities of distribution of stipends to students of technical education institutes and provision of assistance for the purchase of educational materials by the Technical and Madrasa Education Department of the Ministry of Education. The data entry time in MIS software has been extended till May 9 in view of the student’s data entry rate and in the interest of participating in stipend activities. Data must be sent to the Department of Technical Education by May 12 from the Regional Office. The Department of Technical Education has asked the students to complete the data entry within an extended period.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group