প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: হিসাববিজ্ঞান

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: হিসাববিজ্ঞান। এসএসসি পরীক্ষার সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন। এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা বোর্ড প্রশ্ন সলভ করবেন। বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।এসএসসি শিক্ষার্থীদের জন্য শুভকামনা। অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে।

এসএসসি পরীক্ষা সাজেশন ২০২৩ বিষয়: হিসাববিজ্ঞান

১.জনাব ফিরোজ তার ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৬ তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা। উক্ত বছরে তিনি আরও ৩০,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন। উক্ত বছরে মোট ১৫,০০০ টাকা তিনি উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখ তার ব্যবসায়ে নিম্বোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল:।নগদ ৫০,০০০ টাকা, আসবাবপত্র ৪০,০০০ টাকা, দেনাদার ৩০,০০০ টাকা, মজুদ পণ্য ৭০,০০০ টাকা, ব্যাংক ঋণ ২০,০০০ টাকা ও পাওনাদার ২৫,০০০ টাকা।

ক. জনাব ফিরোজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় কর।
খ. জনাব ফিরোজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় কর।
গ. ২০১৬ সালে জনাব ফিরোজের ব্যবসায়ের লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।

২. সামি প্রিন্টার্সের ৫,৫০০ টি ডায়েরি প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ:
প্রতিটি ডায়েরির দরপত্র মূল্য ৬০ টাকা, বিল আদায় খরচ দরপত্র মূল্যের ২%, আপ্যায়ন খরচ ১০,০০০ টাকা, কাগজ ক্রয় ৮০,০০০ টাকা, কালি ক্রয় ২৫,০০০ টাকা, আঠা ও সুতা ক্রয় ৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ২০,০০০ টাকা, কারখানার ভাড়া (এক-চর্তুাংশ) ১০,০০০ টাকা, কারখানার বিদ্যুৎ খরচ (৪০%) ৮,০০০ টাকা।

ক. মুখ্য ব্যয় কত?
খ. প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয় কত?
গ. প্রতিটি ডায়েরির লাভ-ক্ষতি নির্ণয় কর।

৩. সাজিদ অ্যান্ড কোং সমাপ্ত বছরে ২,০০,০০০ ইট প্রস্তুত করে। ইট প্রস্তুতের খরচগুলো নিম্নরূপ :
বিজ্ঞাপন খরচ ৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৮,০০০ টাকা, অফিস ভাড়া ১২,০০০ টাকা, মাটি ক্রয় ২,৫০,০০০ টাকা, মাটি বহন খরচ ৫০,০০০টাকা, শ্রমিকের মজুরি (দুই-পঞ্চমাংশ) ৫০,০০০ টাকা।

ক. পরিচালন ব্যয় কত?
খ. উৎপাদন ব্যয় নির্ণয় কর।
গ. বিক্রয়ের ওপর ২০% মুনাফায় ইটের বিক্রয়মূল্য নির্ধারণ কর।

৪. ৩১ ডিসেম্বর, ২০১৭ তারিখে বিল্লাল অ্যান্ড সন্সের খতিয়ান উদ্বৃত্তসমূহ নিম্নরূপ :
হাতে নগদ (১.১.১৭) ২০,০০০ টাকা; দেনাদার ৪০,০০০ টাকা; অফিস সরঞ্জাম ৩,০০,০০০ টাকা; ৮% সরকারি সঞ্চয়পত্র ১,০০,০০০ টাকা; আন্তঃফেরত ২০,০০০ টাকা; বকেয়া বেতন ২,০০০ টাকা; সমাপনী মজুদ পণ্য ৬০,০০০ টাকা; মনিহারি ৪,০০০ টাকা; ব্যাংক জমাতিরিক্ত ২,০০০ টাকা; আসবাবপত্র ১,৪০,০০০ টাকা; স্বল্পমেয়াদি ঋণ ৮০,০০০ টাকা; সুদ প্রাপ্তি ৬০,০০০ টাকা; মূলধন ৬,৬০,০০০ টাকা; ট্রেডমার্ক ৮০,০০০ টাকা; সুনাম ৬০,০০০ টাকা; বিজ্ঞাপন ৬০,০০০ টাকা।

ক. অস্পর্শনীয় সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।
খ. চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয় কর।
গ. একটি রেওয়ামিল প্রস্তুত কর।

৫.জাকির ট্রেডার্সের ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ৫,০০,০০০ ইট প্রস্তুত করতে যে খরচগুলো হয় তা নিম্নরূপ:
মাটি ক্রয় ৬,৫০,০০০ টাকা, কয়লা ক্রয় ২,৫০,০০০ টাকা, বহন খরচ ১,২০,০০০ টাকা, শ্রমিকের মজুরি ১,৮০,০০০ টাকা, ইটখোলার ভাড়া ১,০০,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ২৫,০০০ টাকা, অফিস ভাড়া ২৫,০০০ টাকা, বিক্রয়কর্মীর বেতন ৩৫,০০০ টাকা।

ক. জাকির ট্রেডার্সের মুখ্য ব্যয় নির্ণয় কর।
খ. জাকির ট্রেডার্সের মোট ব্যয় নির্ণয় কর।
গ. মোট ব্যয়ের ওপর ২০% লাভ ধরে প্রতি হাজার ইটের বিক্রয়মূল্য নির্ণয় কর।

৬. জহির এন্টারপ্রাইজের ২০১৭ সালের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
হাতে নগদ (১-১-১৭) ৩০,০০০ টাকা, দেনাদার ৫০,০০০ টাকা, গৃহীত ঋণ ৭০,০০০ টাকা, শিক্ষানবিশ ভাতা ২০,৫০০ টাকা, প্রদেয় বিল ১১,০০০ টাকা, বেতন ৪৭,০০০ টাকা, মজুদ পণ্য (১-১-১৭) ৩০,০০০ টাকা, মূলধন ৭৪,৭০০ টাকা, অগ্রিম মজুরি ১২,০০০ টাকা, মজুদ পণ্য (৩১-১২-১৭) ৪০,০০০ টাকা, বিক্রয় ২,৮০,০০০ টাকা, ক্রয় ৮০,০০০ টাকা, নগদ তহবিল ৪২,৫০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১,৭০,০০০ টাকা, কর ও অভিকর ৬,৭০০ টাকা, পাওনাদার ৬৫,০০০ টাকা, আন্তফেরত ১২,০০০ টাকা।

ক. রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে মুনাফাজাতীয় ব্যয় ও মুনাফাজাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে রেওয়ামিল প্রস্তুত কর।

৭. জনাব বিপ্লব ১৫,০০০ টাকা মাসিক বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্টটাইম লেকচারার হিসেবে মাসিক ৬,০০০ টাকা পান। ২০১৪ সালের ১ জানুয়ারি তার পারিবারিক আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ:
নগদ তহবিল ৩০,০০০ টাকা, বাড়িঘর ৫,০০,০০০ টাকা, বিনিয়োগ ৬০,০০০ টাকা, বন্ধকি ঋণ ৮০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৯০,০০০ টাকা এবং পাওনাদার ২০,০০০ টাকা।

ক. জনাব বিপ্লবের পারিবারিক তহবিলের পরিমাণ কত?
খ. বছর শেষে জনাব বিপ্লবের পরিবারের নগদ উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে উক্ত পরিবারের আয়ের উদ্বৃত্ত/ঘাটতি নির্ণয় কর।

প্রথম অধ্যায় হিসাববিজ্ঞান পরিচিতি

১. সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিলক্ষিত হয়- অর্থ সম্পর্কিত ঘটনা।

২. অর্থ সম্পর্কিত ঘটনার দ্বারা প্রভাবিত হয়- আর্থিক অবস্থা।

৩, হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যা নির্ণয় করে আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ও ফলাফল ।

৪. আর্থিক বিবরণী ও প্রতিবেদন থেকে জানা যায়- প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা।

৫. লেনদেন লিপিবদ্ধ, শ্রেণিবদ্ধ ও বিশ্লেষণের পদ্ধতি হচ্ছে হিসাববিজ্ঞান।

৬. হিসাববিজ্ঞানের মাধ্যমে জানা যায়- যাবতীয় আর্থিক কার্যাবলি।

৭. বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসাব তথ্যাবলি।

৮, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষ জানতে চাই- হিসাব তথ্য।

৯, হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করতে প্রয়ােজন- হিসাববিজ্ঞান।

১০, হিসাববিজ্ঞানকে বলা হয়- ব্যবসায়ের ভাষা।

১১. হিসাববিজ্ঞানের প্রথম উদ্দেশ্য- লেনদেনগুলাে সঠিকভাবে লেখা।

১২. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ ।

১৩, প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় করে ৬ জানা যায়- আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ ধারণা।

১৪. প্রতিষ্ঠানের কাক্ষিত ফলাফল অর্জন সম্ভব- ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে।

১৫. হিসাবরক্ষণের মাধ্যমে রােধ করা সম্ভব- প্রতারণা ও জালিয়াতি।

১৬, ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহৃত হয়- আর্থিক তথ্যাবলি।

১৭. সেবামূলক অনুমাফাভােগী প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল ‘ ইত্যাদি।

১৮, সরকারের আয়ের উৎস- কর, শুল্ক, ভ্যাট, কাস্টমস ডিউটি।

১৯, সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবনের জন্য প্রয়ােজন- হিসাব সংরক্ষণ।

২০. ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয় রােধ এবং আর্থিক সচ্ছলতা অর্জন। সম্ভব- হিসাব সংরক্ষণের মাধ্যমে।

২১. হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়- মানবসভ্যতার সূচনালগ্নে।

২২. গাছের গায়ে, গুহায় বা পাথরে চিহ্ন দিয়ে রাখা হতাে- হিসাব।

২৩. ঘরে দাগ কেটে এবং রশিতে গিঁট দিয়ে রাখা হতাে- ফসল ও মজুদের হিসাব।

২৪. বিনিময় প্রথার অসুবিধা দূল করার জন্য প্রচলন হয়- মুদ্রার।

২৫. আধুনিক হিসাববিজ্ঞানের জনক- লুকা প্যাসিওলি।

২৬. লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ।

২৭. লুকা প্যাসিওলি হিসাবরক্ষণের জন্য প্রথম বই লিখেন- ১৪৯৪ সালে।

২৮, হিসাবরক্ষণের মূলনীতিদুতরফা দাখিলা পদ্ধতি।

২৯, সময়ের পরিবর্তনে বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির | সাথে সাথে উন্নতি হয়- হিসাববিজ্ঞানের।

৩০, হিসাবরক্ষণে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়- কম্পিউটারের যুগে।

৩১. হিযাব তথ্যের ব্যবহারকারী -২ প্রকার (অভ্যন্তরীণ ও বাহ্যিক)।

৩২. হিসাববিজ্ঞান হলাে – তথ্য ব্যবস্থা (Information system)।

৩৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী মালিক ও ব্যবস্থাপক।

৩৪, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী – সরকার, পাওনাদর, কর্মচারী ।

৩৫. মালিক ও ব্যবস্থাপক ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নেয়- হিসাব বিবরণী দেখে।

SSC exam suggestions are given below. And those who are only asking for passing marks in the exam will solve the previous year’s board questions. So you are hopeful that you will get the pass number common and those who want to get a fairly good number less will solve the board questions. You will find the previous year’s board questions in various suggestion guides as well as collect them from your senior siblings. Good luck to SSC students. There is an 80% chance of reading the very short questions from the last year, so from the year onwards, you will have to read both the book and the suggestion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group