রেজাল্ট

বাংলাদেশ পুলিশ এর এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশ এর এসআই পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ।বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা গত ৮ থেকে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনটি বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষার ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ, পাসের শতকরা হার ২৩ দশমিক ৬০। উত্তীর্ণ প্রার্থীদের আবশ্যিকভাবে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করে তাতে উত্তীর্ণ হতে হবে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ সাল এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৩ হাজার ৪৩৬ জন প্রার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এআইজি (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-১) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Publication of results of written and psychology examination for the post of SI of Bangladesh Police. The written and psychology examination for the recruitment test-2021 for the post of Cadet Sub-Inspector of Police (Unarmed) of Bangladesh Police was held from January 8 to 10. A total of 14,565 candidates participated. As many as 3,436 candidates have qualified in all the subjects of the examination held in three subjects. That is, the pass percentage is 23.60. The qualified candidates must have appeared in the computer skills test and passed it.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group