রেজাল্টশিক্ষা নিউজ

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ।আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। সম্প্রতি এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। এই তিনদিন বা এর আগে-পরে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তাব দিয়েছি।

এর আগে পরেও আমরা ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। ’শুধুমাত্র নৈর্বাচনিক তিনটি বিষয়ের ছয় পত্রে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হয়। প্রতিটি পত্রে নেওয়া হয় ৫০ নম্বরের পরীক্ষা। আর অন্য বিষয়গুলোতে আগের পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশ করা হবে। গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। জানা যায়, ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন। করোনার প্রাদুর্ভাবে সংক্ষিপ্ত পরিসরে নেওয়া হয়েছে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

HSC and equivalent results are to be released by 14th February. Inter-Education Board Coordination Sub-Committee has proposed to publish HSC and equivalent results from 12 to 14 February. Recently, the proposal has been sent to the Prime Minister’s Office through the Ministry of Education. The results will be released on the day the Prime Minister gives time after these three days or so. Dhaka Education Board Secretary Professor Tapan Kumar Sarkar said, “We have proposed to publish HSC and equivalent results between 12 and 14 February.

” We are ready to release the results before and after. The results will be released on the day the Prime Minister gives time. ‘Students have to sit for the examination in six papers of only three elective subjects. Test number 50 is taken in each paper. In other subjects, results will be published through subject mapping based on previous tests. The theoretical examination of SSC started on 2nd December and ended on 30th December. It is known that 13 lakh 99 thousand 890 people have taken part in HSC and equivalent examinations of 2021. The HSC and equivalent examinations of 2021 have been taken in a short range due to the prevalence of corona.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group