প্রিমিয়াম সাজেশন Premium Suggestionশিক্ষা নিউজ

অনার্স ১ম বর্ষের সাজেশন ২০২৪ বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

অনার্স ১ম বর্ষের সাজেশন ২০২৪ বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। অনার্স ১ম বর্ষ পরীক্ষা সাজেশন নিম্নে দেয়া হলো। আর যারা শুধুমাত্র পরীক্ষায় পাস নাম্বার চাচ্ছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো সলভ করবেন।এতো আপনি পাশ নাম্বার কমন পাবেন আশাবাদি এবং যারা মোটামুটি একটা ভালো নাম্বার কম পেতে চাচ্ছেন তারা ২০১৭ সালের বোর্ড প্রশ্ন সলভ করবেন।বিগত সালের বোর্ড প্রশ্ন গুলো আপনি বিভিন্ন সাজেশন গাইডে পাবেন এছাড়া আপনার সিনিয়র ভাইবোনদের কাছ থেকে ও সংগ্রহ করতে পারবেন।

অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিগত সাল থেকে পড়লে ৮০% কমন পড়ার সম্ভবনা থাকে,তাই সাল থেকে পড়লে বই ও সাজেশন উভয় থেকেই পড়ত হবে। অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য শুভকামনা।

অনার্স ১ম বর্ষের সাজেশন ২০২৪ বিষয়: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস

টর্ট আইন

ক.বিভাগ

ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
উত্তর: ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
২. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম তাজিংডং (বিজয়)।
৩. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তর: পদ্মা নদী চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিশেছে।
৪. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এলান অক্টাভিয়ান হিউম।
৫. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন?
উত্তর: ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৬. লাহোর প্রস্তাব কে উন্থাপন করেন?
উত্তর: লাহোর প্রস্তাব শেরে বাংলা এ. কে. ফজলুল হক উন্থাপন করেন।
৭. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৮ পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় কত সালে?
উত্তর: পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় 1947 সালে।
৯. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর: পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চ্যালমার্স বোর্ন।
১০ কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
উত্তর: অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়।
১১ ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?
উত্তর: 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
১২. পাকিস্তানের প্রথম কত সালে সামরিক আইন জারি করা হয়?
উত্তর: পাকিস্তানের প্রথম ১৯ ৫৮ সালের ৭ অক্টোবর সামরিক আইন জারি করা হয়।
১৩ PODO এর পূর্ণরূপ কি?
উত্তর: PODO এর পূর্ণরূপ হল public officer disqualification order.

১৪ মৌলিক গণতন্ত্র আদেশ কবে জারি করা হয়?
উত্তর: মৌলিক গণতন্ত্র আদেশ 1969 সালে 27 অক্টোবর জারি করা হয়।
১৫ বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি কি ছিল?
উত্তর: বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি ছিল 6 দফা দাবি।
১৬ ঐতিহাসিক ছয় দফা কবে কোথায় ঘোষিত হয়?
অথবা, ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষিত হয়?
উত্তর: ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালের ৫- ৬ ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়।
১৭ আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল?
উত্তর: আগরতলা মামলায় ৩৫ জনকে আসামি করা হয়েছিল।
১৮ ১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর: 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি ছাত্রনেতা তোফায়েল আহমেদ।
১৯. শহীদ আসাদ দিবস পালিত হয় কবে?
উত্তর: শহীদ আসাদ দিবস পালিত হয় ২০ জানুয়ারি।
২০ শেখ মুজিবুর রহমান কে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় 1969 সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে।
২১. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতি কোনটি ছিল?
উত্তর: 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

২২ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?
উত্তর: বাংলাদেশের জাতীয় পতাকা ১৯৭১ সালের ২ মার্চ প্রথম উত্তোলন করা হয়।
২৩ বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
উত্তর: বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সমাবেশে উত্তোলন করা হয়।
২৪ ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: 1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৫ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
২৬ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ১১ টি সেক্টরে বিভক্ত ছিল।
২৭. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি?
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হল বীরশ্রেষ্ঠ।
২৮. ভারত–বাংলাদেশে কখন স্বীকৃতি দেয়?
উত্তর: ভারত বাংলাদেশ 1971 সালের 6 ডিসেম্বর স্বীকৃতি দেয়।
২৯ বঙ্গবন্ধু সে কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
উত্তর: বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
৩০ বাংলাদেশের সংবিধানিক নাম লেখ।
উত্তর: বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

১. গণতান্ত্রিক সংগ্রম পরিষদ কয়টি দল মিলে গঠিত হয় ?
উত্তর : ৮ টি দল মিলে ১৯৬৯ সালে ।
২. আইনগত কাঠামো আদেশ ( LFO) কি ?
উত্তর : ১৯৬৯ সালে জেনারেল ইয়াহিয়া খান ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে বিধিমালা জারি করেন তা আইনগত কাঠামো আদেশ নামে পরিচিতি ।
৩ . ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কি ছিল ?
উত্তর : ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ছিল চারটি । এগুলো হলো-
১.ধর্ম নিরপেক্ষতা ২. জাতীয়তাবাদ ৩. গণতন্ত্র ৪. সমাজতন্ত্র
৪. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে ?
উত্তর : ১০ জানুয়ারি (১৯৭২)
৫. কখন,কতটি দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় ?
উত্তর : ১৯৫৩ সালে ৪ ডিসেম্বর
৪ টি দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় ।

৬. কোথায়, কে ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন ?
উত্তর : ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সমাবেশে ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন ।
৭. EBDO – এর পুরো নাম কি ? উত্তর : ১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান EBDO জারি করেন । এর পূর্ণ রূপ : EBDO =Elective Bodies Disqualification Order .
৮. সামরিক শাসনের দুইটি বৈশিষ্ট্য তুলে ধর ।
উত্তর : ১. মৌলিক অধিকার স্থগিত করা হয় । ২. রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করা হয় ।
৯.পাকিস্তানে প্রথম কবে সামরিক শাসন জারি করা হয় ?
উত্তর : ১৯৫৮ সালে , ইস্কান্দার মির্জা ।

১০ .বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে ?
উত্তর : ৬ নং অনুচ্ছেদে ।
১১. বাংলাদেশের সংবিধানের দুইটি বৈশিষ্ট্য লেখ ।
উত্তর : ১. লিখিত সংবিধান ২. জনগনের সার্বভৌমত্ব
১২. বঙ্গবন্ধু কবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ?
উত্তর : ১৯৭২ সালে ১১ জানুয়ারি ।
১৩ .বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে ?
উত্তর : মাগধী প্রকৃত ভাষা থেকে ।
১৪. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
১৬. অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : এ কে ফজলুল হক ।
১৭. পাকিস্তান আমলে পূর্ব বাংলার ওপর বৈষম্যের জন্য সর্ব প্রথম কোন আন্দোলন সংঘটিত হয় ?
উত্তর : ভাষা আন্দোলন ।
১৮. চরমপত্র কি ?
উত্তর : চরমপত্র হচ্ছে – মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত পাক হানাদার বাহিনীর সদস্যদের মনোবল ক্ষুণ্ন করার একটি ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান । এটির রচনা এবং কণ্ঠ দিতেন এমআর আখতার মুকুল ।

১৯. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলেন না ?
উত্তর : ১০ নং সেক্টেরে ।
২০. সাইমন ড্রিং কে ছিলেন ?
উত্তর : সাইমন ড্রিং একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সচিত্র প্রতিবেদন তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২১. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২২ . দুই জন নারী বীর প্রতীকের নাম লেখ ?
উত্তর : সেতারা বেগম ও তারামন বিবি ।
২৩. জেল হত্যা দিবস কবে এবং এই দিনে কাদের
হত্যা করা হয়েছিল ?
উত্তর : ৩রা নভেম্বর (১৯৭৫) । ১. তাজ উদ্দীন আহমেদ ২. সৈয়দ নজরুল ইসলাম ৩.ক্যাপ্টেন মুনসুর আলী ৪. এএইচএম কামরুজ্জামান
২৪. জর্জ হ্যারিসন কে ছিলেন ?
উত্তর : একজন মার্কিন সঙ্গীত শিল্পী ছিলেন । যিনি মুক্তিযুদ্ধের সময় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে বাঙালী সরনাথীদের অর্থ দিয়ে সাহায্য করেন ।
২৫. মৌলিক গণতন্ত্র কে চালু করেন ?
উত্তর : জেনারেল আইয়ুব খান , ১৯৬২ সালে ।
২৬.মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিল ?
উত্তর : ৮০ হাজার ।
২৭. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন ?
উত্তর : এ কে ফজলুল হক ।
২৮.৭০ এর নির্বাচনে কতটি আসনে আওয়ামী লীগ জয় লাভ করে ছিল ? উত্তর : ১৬৭টি আসনে । (সংরক্ষিতসহ)
২৯. আওয়ামী মুসলীম লীগ গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন ।

৩০. আওয়ামী মুসলীম লীগ থেকে মুসলীম শব্দটি বাদ দেয়া হয় কবে ?
উত্তর : ১৯৫৫ সালে ।
৩১. বঙ্গবন্ধু কবে জন্ম গ্রহণ করেন ? উত্তর : ১৭ মার্চ ১৯২০ সালে । এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় ।
৩২. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে ? উত্তর : ১০ জানুয়ারি (১৯৭২)
৩৩. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান ?
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ।
৩৪. ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয় কবে ? ৭ জুন (১৯৬৬)
৩৫. সার্জেন্ট জহুরুল হক কে ছিলেন ? উত্তর : আগড়তলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন । ঢাকা সেনানিবাসে তাকে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল ।
৩৬ . দ্বিতীয় বারের মত পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কবে ? উত্তর : ইয়াহিয়া খান ,১৯৬৯ সালে ।
৩৭. পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয় কবে ?
উত্তর : ১৯৫৬ সালে । ২য় সংবিধান রচনা করা হয় ১৯৬২ সালে ।
৩৮. বঙ্গবন্ধু ছয় দফাকে কি বলে অভিহিত করেছেন ? বাঙলিী জাতির মুক্তির সনদ ।
৩৯. ছয় দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয় ? উত্তর : বৃটিশ ম্যাগনাকার্টার সঙ্গে ।
৪০. স্বাধীনতার যুদ্ধে যৌথবাহিনীর প্রধান কে ছিলেন ? জগজিৎ সিং অরোরা
৪১.মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়?
উত্তর: ৪ টি । এগুলো হচ্ছে- ১. বীরশ্রেষ্ঠ (৭ জন) ২.বীর উত্তম (৬৮জন) ৩.বীর বিক্রম (১৭৫জন) ৪. বীর প্রতীক(৪২৬জন)
৪২. ‘অপারেশন সার্চ লাইট’ কি ?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালীদের ওপর পাকহানাদার বাহিনী যে বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রম চালায় তাকে ‘অপারেশন সার্চ লাইট’ বলে।
৪৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধান মন্ত্রী কে ছিলেন ?
উত্তর : তাজউদ্দিন আহমেদ ।
৪৪. মুজিবনগর সরকার গঠন ও শপথ নেয় কবে ?
উত্তর : গঠন হয় ১০ এপ্রিল ১৯৭১, শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১ ।

৪৫. মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
৪৬.পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে ? উত্তর : ১৯৫৫ সালে ।
৪৭.বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ? ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ।
৪৮.পাকিস্তান আমলে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় –
উত্তর : ১৯৭০ সালের ৭ ও ১৭ ই ডিসেম্বর ।
৪৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে- উত্তর : ভুটান ।
৫০. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? উত্তর : লর্ড ক্যানিং
৫১. ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন ? উত্তর : লর্ড মাউন্ড ব্যাটেন।
৫২.বঙ্গভঙ্গ হয় কার সময়ে?
উত্তর : ১৯০৫ সালে ,লর্ড কার্জন -এর সময় ।
৫৩. বঙ্গভঙ্গ রদ করা হয় কার সময়ে?
উত্তর : ১৯১১ সালে ,লর্ড হার্ডিঞ্জ-এর সময় ।

৫৪.পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন ?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ
৫৫. পাকিস্তানের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন ?
উত্তর : লিয়াকত আলী খান ।
৫৬. লাহোর প্রস্তাব উত্থাপন করেন-
উত্তর : এ কে ফজলুল হক ।
৫৭. দ্বি-জাতি তত্ত্বের (Two Nation Theory) প্রবক্তা কে ?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ ।

খ. বিভাগ

১.বাঙ্গলী জাতির নৃ-তাত্তিক পরিচয় দাও ।
অথবা, বাঙালী সংকর জাতি-ব্যাখ্যা কর।
২. বাংলাদেশের ভূ-প্রকৃতির বর্ণনা দাও।
৩. বসু-সোহরাওয়ার্দী ফর্মূলা কি ? ব্যাখ্যা দাও ।
৪. লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্যগুলো লেখ ?
৫. বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
৬. ভাষা আন্দোলনের পেক্ষাপট বর্ণনা কর।
৭. ‘ছয় দফা হচ্ছে বাঙালী জাতির মুক্তির সনদ’-সংক্ষেপে ব্যাখ্যা কর।
৮. আগড়তলা ষড়যন্ত্র মামলা কি ? ব্যাখ্যা কর।।
৯. বাংলা নামের উৎপত্তি ব্যাখ্যা কর ।
১০. মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের অবদান মূল্যায়ন কর ।
১১. মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের অবদান মূল্যায়ন কর ।
১২. লর্ড মাউন্ট ব্যাটেন পরিকলাপনা / ৩ জুন পরিকল্পনার কি ?
১৩. অখন্ড বাংলা প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উদ্যোগ কেন ব্যর্থ হয়ে ছিল ?
১৪. বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি ব্যাখ্যা কর ।
১৫. বাংলাদেশের রাষ্ট্রীয় মুলনীতিসমূহ ব্যাখ্যা কর
১৬. বাংলাদেশের ভৌগোলিক পরিচয় উল্লেখ কর।
১৭. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্পর্কে লিখ ।

১৮. অপারেশন সার্চ লাইট কী?
১৯. বঙ্গবন্ধুর ছয়দফা সম্পর্কে লেখ ?
২০ . মুক্তিযুদ্ধের দুটি সেক্টরের বর্ণনা দাও।
২১. লাহোর প্রস্তাব কী?
২২. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১দফা কর্মসূচি সম্পর্কে লেখ ।
২৩. মুজিব নগর সরকার সম্পর্কে লেখ?
২৪. মুক্তিযুদ্ধে গণহত্যা সম্পর্কে লেখ ।
২৫. অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখ ।
২৬. বঙ্গভঙ্গ কি এবং কেন রদ করা হয় ?
২৭. মুক্তিযুদ্ধে বিরোধী শক্তির কার্যাকলাপ সম্পর্কে লেখ ।
২৮. আওয়ামী লীগের গঠন সম্পর্কে লেখ।
২৯. পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্য গুলি লিখ।

গ. বিভাগ

১. আমাদের জাতীয় জীবনে ভৌগোলিক প্রভাব আলোচনা কর।
২. নৃ-গোষ্ঠীর সজ্ঞা দাও। বাঙালী জনগোষ্ঠীর নৃ-তাত্তিক বিবরণ দাও ।
৩. বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আলোচনা কর ।
৪. ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ এবং এর ফলাফল আলোচনা কর।
৫. ছয় দফা কি ? বাঙালী জাতীয়তাবোধ বিকাশে ৬-দফার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা কর।
৭. স্বাধীনতা যুদ্ধে বিরোধী শক্তির অপতৎপরতা সম্পর্কে আলোচনা কর।
৮. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা কর।
৯. সামরিক শাসন কি ? ১৯৫৮ সালে আয়ুব খানের সামরিক শাসন জারির কারণ ও ফলাফল আলোচনা কর।
১০. লাহোর প্রস্তাব কি ? ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলার বীজনিহিত ছিল – ব্যাখ্যা কর।
১১. পাকিস্তান আমলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের স্বরূপ বিশ্লেষণ কর।
১২. ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল উল্লখসহ এই নির্বাচনের গুরুত্ব ওতাৎপর্য বিশ্লেষণ কর।

১৩. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও ফলাফল বিশ্লেষণ কর।
১৪. যুক্তফ্রন্ট গঠন এবং এই নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
১৫. মুক্তিযুদ্ধে পটভূমিসহ সাধারণ জনগণের ভূমিকা আলোাচনা কর।
১৬. স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর অবদান মূল্যায়ন কর।
১৭. ক্ষমতা গ্রহণের প্রাক্কালে বঙ্গবন্ধু কি কি চ্যালেঞ্জের সম্মূখীন হয়ে ছিলেন আলোচনা কর।
১৮. যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্নগঠনে বঙ্গবন্ধুর পদক্ষেপগুলো আলোচনা কর ।
১৯. ৭০ এর নির্বাচন ছিল পাকিস্থান মুত্যুর বার্তা বাহক – ব্যাখ্যা কর।
২০ . বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও চূড়ান্ত বিজয় সম্পর্কে লেখ ।
২১. ১৯৭২ সালের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধর ।
২২. বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর।
২৩. মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের অবদান আলোচনা কর ।

Honors 1st Year Suggestion 2022 Subject: History of the Rise of Independent Bangladesh. Honors 1st-year exam suggestions are given below. And those who only want to pass the number in the exam will solve last year’s board questions of National University. I am hopeful that you will get a common pass number and those who want to get less than a good number will solve 2017 board questions. You will also find in the guide you can collect from your senior siblings. Congratulations to the Honors 1st year students. If you read very short questions from last year, you have a 70% chance of reading Common, so if you read from last year, you will read from both books and suggestions.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group