২০২৩ সালের সেহরি ও ইফতারের সময়সূচি ডাউনলোড করুন। রমজান মাসের ক্যালেন্ডার। বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে আগামী ৩ এপ্রিল থেকে রোজা শুরু হবে।Download Sehri and Iftar schedule for 2023 The calendar of the month of Ramadan. আজ রমজান মাসের সেহরি ও ইফতারের বিস্তারিত সময়সূচি নিয়ে আলোচনা করা হবে। ২০২৩ সালের রমজান মাস শুরু হবে ২৪ মার্চ ২০২৩ থেকে। আপনাদের সুবিধার্থে এখনে রমজান মাসের সময়সূচি তুলে ধরা হলো।
চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ২৪ মার্চ। রমজান শুরুর সময় ২৪ মকার্চ ধরে ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার (৮ মার্চ) সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৪ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.islamicfoundation.gov.bd প্রকাশ করা হয়েছে।
সময়সূচি অনুযায়ী, ২৪ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট। তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সাহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
২০২৩ সালের সেহরি ও ইফতারের সময়সূচি ডাউনলোড | রমজান মাসের ক্যালেন্ডার
রমজান মাসের ক্যালেন্ডার

১৪৪৪ হিজরী মাসের অর্থাৎ ইংরেজি ২০২৩ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ১৪ এপ্রিল থেকে শুরু হবে রোজা। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৩
ইসলামিক ফাউণ্ডেশন কর্তৃক ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা। আজ থেকেই সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অনেক দেশে রোজা পালন করছেন মুসলমানরা। একদিন পর মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা শুরু হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ থেকে ৩০ দিন রোজা পালন শেষে মুসলমানরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।
ঢাকা জেলার সাথে অন্যান্য জেলার সেহরি ও ইফতারের সময়ের পার্থক্য ২০২১
সকল জেলার রমজানের ক্যালেন্ডার/ সেহরি ও ইফতারের ক্যালেন্ডার ২০২৩
রমযান মাস আল্লাহর রহমতের মাস। রমহমত, বরকত আর মাগফিরাত নিয়েই রমযান মাস। মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘আমি পবিত্র আল-কুরআন রমযান মাসে নাজিল করেছি’। রমযান মাসের এত গুরুত্ব , এত মাহাত্ন্য যে, শুধু এই মাসে কুরআন নাজিল হয়েছে সে জন্য। অন্য কোন কারনে নয়। রমযান মাস অন্য ১১ টি মাসের মত না। রমযান মাসে রোজা রাখা ফরয। ফরয হচ্ছে অবশ্য কর্তব্য। এক জন মুসলমানকে অবশ্যই অবশ্যই রোযা রাখতে হয়। না হলে সে কাফির হয়ে যায় ।মানে অবিশ্বাসীদের দলে সে অন্তর্ভুক্ত হয়। মুমিন ব্যক্তি তারাই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব করতে পারে। সন্তুষ্টি মানে সকল ভাল কাজ করা।
শান্তির মাস হচ্ছে রমযান মাস। রোজা রাখলে মনে প্রশান্তি আসে। ৫ ওয়াক্ত সালাত আদায় করলে যেমন মনে প্রশান্তি আসে। ঠিক তেমনি রমযান মাসে রোজা রাখলে মন শান্তিতে থাকে।
রোযা হচ্ছে ঢাল স্বরূপ। জাহান্নামে আগুন যখন ব্যক্তিকে গ্রাস করতে চাইবে তখন কেবল রোজাই জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাতে পারে। কাউকে তীর ছুঁড়া হলে সে যেমন ঢাল কে ব্যবহার করে নিজেকে বাঁচায়। এবং তীরকে প্রতিরোধ করে ঠিক তেমনি রোজা ও জাহান্নামের আগুনকে প্রতিরোধ করে। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের ৭০/৭১ গূণ বেশি শক্তিশালী। বেশি ক্ষমতাধর।