জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ রেজাল্ট ২০২০। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২০১৮ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার ফলাফল (১৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পরীক্ষার্থীদের ৪ বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ আজ ২৩ সেপ্টেম্বর বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর Daily Result BD কে এ তথ্য নিশ্চিত করেছে।
২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার CGPA সিজিপিএ ফলাফল প্রকাশ প্রসঙ্গে। ২০১৮ সালের অর্নাস ৪র্থ বর্ষ পরীক্ষার সংশোধিত ফলাফল ১৪/০৯/২০২০ইং তারিখ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ, ১ম,২য় ও ৩য় বর্ষে বিভিন্ন কোর্সে অকৃতকার্য পরীক্ষার্থীদের উত্তির্ন প্রেক্ষিতে তাদের CGPA সহ এ ফলাফল প্রকাশ করা হলো। ফলাফল দেখার লিংকঃ http://www.nu.ac.bd/results/
এনইউ ২০১৮ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩ টি কলেজের ১৮২ টি কেন্দ্রে ১ লাখ ৮৪ হাজার ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনার্স ১ম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের অনার্স ১ম বর্ষ/২০১৯ পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত সিজিপিএ রেজাল্ট ২০২০
National University Honours 4th Year CGPA Result 2020 publish 2014-2015 Session প্রকাশিত ফল বিকাল ৪ টা থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে /দেখতে পারবেন শিক্ষার্থীরা। যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU <Space> H4 <Space> Roll Number লিখে 16222 নম্বরে Send করে Result জানা যাবে।
এছাড়া NU বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে রেজাল্ট জানা যাবে।CGPA দেখতে Consolidated Result দেখুন. এজন্য রোল / রেজিষ্ট্রেশন নাম্বার,শিক্ষা সাল ,ক্যাপচা কোড দিয়ে সিজিপিএ রেজাল্ট দেখা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর গ্রেডিং সিস্টেম ও CGPA নির্ণয় করার সহজ পদ্ধতিঃ
গ্রেডিং সিস্টেম:
৮০ বা তদুর্ধ = A+ = ৪.০০ বা ১ম বিভাগ
৭৫ থেকে ৭৯ = A = ৩.৭৫ বা ১ম বিভাগ
৭০ থেকে ৭৪ = A- = ৩.৫০ বা ১ম বিভাগ
৬৫ থেকে ৬৯ = B+ = ৩.২৫ বা ১ম বিভাগ
৬০ থেকে ৬৪ = B = ৩.০০ বা ১ম বিভাগ
৫৫ থেকে ৫৯ = B- = ২.৭৫ বা ২য় বিভাগ
৫০ থেকে ৫৪ = C+ = ২.৫০ বা ২য় বিভাগ
৪৫ থেকে ৪৯ = C = ২.২৫ বা ২য় বিভাগ
৪০ থেকে ৪৫ = D = ২.০০ বা ৩য় বিভাগ
৩৯ থেকে ০ = Fail = ০.০০
.
National University Honours CGPA নির্ণয়:
১ বছরের CGPA নির্ণয : এক বছরে মোট অর্জিত পয়েন্ট এক বছরে মোট অর্জিত ক্রেডিট।
এক বছরে মোট অর্জিত পয়েন্ট : কোন বিষয়ে প্রাপ্ত পয়েন্টকে ঐ বিষয়ের ক্রেডিট দিয়ে গুন। এভাবে সকল সাবজেক্টের পয়েন্টকে তাদের ক্রেডিট দিয়ে গুন দিয়ে সব গুনফলকে যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত পয়েন্ট”।
.
এক বছরের মোট অর্জিত ক্রেডিট : পাশ কৃত সকল বিষয়ের ক্রেডিট যোগ করে পাওয়া যাবে “এক বছরের মোট অর্জিত ক্রেডিট”
Exanple : বিষয়ভিত্তিক পয়েন্ট × তার ক্রেডিট :
A-= 3.50×4 =14 ;
B+=3.25×4=13;
A+=4.00×4 =16;
B+=3.25×4=13;
A-=3.50×4=14;
B+=3.25×4 =13;
সুতরাং মোট অর্জিত পয়েন্টস :
14+13+16+13+14+13=83
এবং মোট অর্জিত ক্রেডিট :
4+4+4+4+4+4 = 24
মোট জিপিএ দাড়ায় : 83÷24=3.45
.
৪ বছরের CGPA নির্নয়:
চার বছরের মোট অর্জিত পয়েন্ট (প্রথম বর্ষ + ২য় বর্ষ + ৩য় বর্ষ + চতুর্থ বর্ষ) পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট সংখ্যা।
চার বছরের মোট অর্জিত পয়েন্ট : জিপিএ নির্নয়ের প্রথম ধাপের ন্যায় সকল বর্ষের “মোট অর্জিত পয়েন্টস” গুলো পর পর যোগ করলে পাবেন চার বছরের মোট অর্জিত পয়েন্ট।
পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট : পুরো কোর্সের সকল পাশকৃত বিষয়ের ক্রেডিটের যোগ ফল হলো পুরো কোর্সের মোট অর্জিত ক্রেডিট।
Example : চার বছরের মোট অর্জিত পয়েন্টস : 83+85+81+79=328
চার বছরের কোর্সের মোট অর্জিত ক্রেডিট :
24+24+26+28=102 অতএব, মোট CGPA : 328÷102=3.21