জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলেজ ট্রান্সফার এর নিয়ম 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন এর নিয়ম 2024 নিয়ে আজকে আলোচনা করা হবে। এনইউ এর অধীনে কলেজ ট্রান্সফার করতে গেলে, অর্থাৎ এক কলেজ থেকে আরেক কলেজে TC নিয়ে ভর্তি হতে চাইলে প্রথমে বর্তমান কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে।

যেসব কারণে শিক্ষার্থী ছাড়পত্র নিতে পারবে :

বাবা/মার বদলি : বাবা/মা চাকরিজীবি হলে যদি বর্তমান জেলা থেকে অন্য কোনো জেলায় বদলি হয়, তাহলে ছাড়পত্র পাওয়া যাবে। হলে। উল্লেখ্য, বাবা/মা আইনগতভাবে কাউকে অভিভাবকত্ব প্রদান করলে সে অভিভাবক যদি চাকরিক্ষেত্রে বদলি হয়, তাহলেও ছাড়পত্র নেওয়া যাবে।

বাবা/মার মৃত্যু হলে : বাবা/মার মৃত্যু হলে স্থানীয় চেয়ারম্যানের প্রত্যয়নপত্র/ডেথ সার্টিফিকটের সত্যায়িত ফটোকপি আবেদন ফরমের সাথে যুক্ত করতে হবে। বাবা/মার মৃত্যুর পর বর্তমানে অর্পিত অভিভাবকের সম্মতিপত্র এবং তার পেশা ও কর্মস্থল সংক্রান্ত কাগজপত্র এবং এনআইডির (জাতীয় পরিচয়পত্র) ফটোকপি জমা দিতে হবে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষাকার্যক্রম বিষয়ের অধিভুক্তি স্থগিত/বাতিল হলে : এমনটি হলে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখা কর্তৃক অধিভুক্তি বাতিলের পত্র সংযুক্ত করতে হবে।

শিক্ষার্থী যদি প্রতিবন্ধি হয় : এক্ষেত্রে সমাজকল্যাণ দপ্তরের সনদ জমা দিতে হবে।

মেয়ে শিক্ষার্থীর বিয়ে হলে : মেয়ে শিক্ষার্থীর বিয়ে স্বামীর জেলা/কর্মস্থল/অবস্থানে স্থানান্তর হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কলেজ পরিবর্তন করতে চাইলে নিকাহনামা ও স্বামীর কর্মস্থল/বসবাসের ঠিকানার প্রামান্য কাগজ এবং স্বামীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।

স্থায়ী ঠিকানার কাছের কলেজে পড়তে চাইলে : শিক্ষার্থীর অভিভাবকের স্থায়ী ঠিকানার কাছের কোনো কলেজে পড়তে চাইলে এ ক্ষেত্রে ছাড়পত্র নেওয়া যাবে। এ ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর নিজের/বাবা/মার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা লাগবে। যেসব ক্ষেত্রে ছাড়পত্র নেওয়া যাবে না : শিক্ষার্থী যে জেলা কিংবা বিভাগীয় শহরের কলেজে বর্তমানে পড়াশোনা করছে বা ভর্তি হয়েছে, একই জেলা কিংবা বিভাগীয় শহরের আরেকটি কলেজে ভর্তির জন্য ছাড়পত্র নিতে পারবে না। তবে, বিশেষকারণে মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত শিথিলযোগ্য।

NU TC Rules Transfer College / ছাড়পত্র সম্পর্কিত বিজ্ঞপ্তি 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী National University College Transfer TC Application 2024

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী National University College Transfer TC Application 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়পত্রের (টিসি) মাধ্যমে কলেজ পরিবর্তনের নিয়মাবলী National University College Transfer TC Application 2022

NU TC / ছাড়পত্র সম্পর্কিত বিজ্ঞপ্তি 2022

ছাড়পত্র সম্পর্কিত বিজ্ঞপ্তি

অনার্স/ ডিগ্রি ১ম বর্ষে থাকা অবস্থায় ছাড়পত্রের আবেদন করা যাবে না। – অনার্স ৩য় ও ৪র্থ বর্ষে বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র নেওয়া যাবে না। – কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ছাড়পত্র ইস্যু করা হয় না। – তথ্য কিংবা কাগজপত্রের কোনো তথ্য ভুল বা জালিয়াতির প্রমাণ পেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। – প্রতি বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৪৫ দিন পর আর কলেজ পরিবর্তন আবেদনের সুযোগ থাকবে না।

NU ছাড়পত্র/কলেজ পরিবর্তনের নিয়মাবলি 2024

ছাড়পত্র/কলেজ পরিবর্তনের নিয়মাবলিঃ

কলেজ পরিবর্তন আবেদনের উপযুক্ত সময় : – প্রতি বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের পর থেকে ৪৫ দিনের মধ্যে। – ২য়, ৩য়/৪র্থ বর্ষে আবেদন করা যাবে। কলেজ পরিবর্তনের আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার ফরম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন এর নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন এর নিয়ম

কলেজ পরিবর্তনের আবেদনের সঙ্গে যা যা লাগবে : – আবেদন ফরমের সঙ্গে প্রবেশ পত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং ফলাফলের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। – আবেদনের যাবতীয় তথ্যের সঙ্গে শিক্ষার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। – প্রার্থীর প্রাথমিক আবেদন যাচাই করে ১ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীর মোবাইল নম্বরে এমএমএস করে আবেদন বিবেচনাযোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেনঃ একজন শিক্ষার্থী ফলাফল প্রকাশের দিন থেকে ৪৫ দিনের মধ্যে অনলাইনে ছাড়পত্রের জন্য প্রাথমিক আবেদন করতে পারবে। আবেদনের সাথে প্রার্থীর মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। আবেদন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট (www.nu.ac.bd) এর Services মেনু তে গিয়ে Student Login এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ওই Student Login করতে হবে। লগইন করার পর বামদিকে Academic Services এ ক্লিক করলে Academic Services For Student এর তালিকা পাবেন। এই তালিকায় Transfer College(TC) তে ক্লিক করলে ছাড়পত্রের আবেদন ফরম পাবেন।

প্রার্থীর প্রাথমিক আবেদন যাচাই বাছাই করে এক সপ্তাহের মধ্যেই SMS এর মাধ্যমে তার আবেদন বিবেচনা যোগ্য কিনা তা জানিয়ে দেওয়া হবে। আবেদন গ্রহণযোগ্য হলে প্রার্থীকে ছাড়পত্রের ফিসহ নির্ধারিত ফরমে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত আবেদনপত্র জমা দিতে হবে। চূড়ান্ত আবেদনের সাথে শুধুমাত্র ছাড়পত্র প্রদানকারী কলেজের অনাপত্তিপত্র জমা দিতে হবে। উল্লেখ্য যে, শিক্ষার গুনগত মানোন্নয়নের প্রতি লক্ষ রেখে ছাড়পত্র অনুমোদনের ক্ষেত্রে প্রার্থী যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সে কলেজের প্রার্থীত বিষয়ের শিক্ষার্থী – শিক্ষক সংখ্যানুপাত Optimum সংখ্যার অনেক বেশী হলে প্রার্থীর আবেদন বিবেচনা করা হবে না।

একই জেলা/বিভাগীয় শহরে অবস্থিত দু’টি কলেজের মধ্যে ছাড়পত্র ইস্যু করা যাবে না। তবে বিশেষ কারণবশত মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে উক্ত শর্ত শিথিলযোগ্য।

কোর্স ফাইনাল পরীক্ষার ফরম পূরণ শুরু হলে ছাড়পত্র ইস্যু করা যাবে না। তাছাড়া স্নাতক (সম্মান ) শ্রেণীতে ৩য় ও ৪র্থ বর্ষে বিশেষ কারণ ছাড়া ছাড়পত্র প্রদান করা যাবে না।

প্রামাণ্য তথ্যে কোন জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গন্য হবে।

বাস্তবিক অভিজ্ঞতা যেটি বলে:
প্রথমে আপনাকে ছাড়পত্রের জন্য আবেদনের ফরম সংগ্রহ করতে হবে। সাধারণত এই ফরমটি আপনার কলেজের কেরানির কাছে পেয়ে যাবেন। এখন ওই ফরমটি সঠিক এবং নির্ভুল ভাবে পূরণ করে ফেলুন।

তারপর নিচের উল্লেখিত কাগজপত্র গুলা তৈরি করুন
রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
এডমিট কার্ডের ফটোকপি
সর্বশেষ পরীক্ষার ফলাফলের প্রিন্ট কপি (জাতীয় বিশ্ববিদ্যালয় এর ওয়েবসাইট থেকে ফলাফল বের করে প্রিন্ট করে নিন)

ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে নিম্নোক্ত সংযুক্তি প্রয়োজনঃ

ছাড়পত্রের মাধ্যমে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে নিম্নোক্ত সংযুক্তি প্রয়োজনঃ
জাতীয়তা সনদপত্র (আপনার এলাকার চেয়ারম্যান বা কাউন্সিলর থেকে সংগ্রহ করুন)
তারপর সব গুলা একসাথে করে এর আগে পূরণ করা ছাড়পত্রের জন্য আবেদনের ফরমটি নিয়ে আপনাকে যেতে হবে, আপনি যেই কলেজে স্থানান্তরিত (ট্র্যান্সফার) হতে চান। প্রথমে সেই কলেজে গিয়ে দেখা করুন আপনি যেই বিভাগের ছাত্র/ছাত্রী সেই বিভাগের প্রধানের সাথে এবং তাকে বুঝিয়ে বলুন আপনি কেন বর্তমান কলেজ থেকে উনার কলেজে স্থানান্তরিত (ট্র্যান্সফার) হতে চান। উনার কাছ থেকে ছাড়পত্রের ফরমে সাইন এবং সিল নিয়ে চলে যান সেই কলেজের অধ্যক্ষের সাথে। সাধারণত বিভাগীয় প্রধান সাইন দিয়ে দিলে অধ্যক্ষ আর আটকিয়ে রাখে না। অধ্যক্ষ থেকে সাইন এবং সিল নিয়ে নেয়ার পর মনে করে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষের সাইনের মাঝে ওই কলেজের মোহরের সিল নিয়ে নিবেন।
তারপর চলে যান আপনার বর্তমান কলেজে সেখান থেকে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষের সাইন এবং মোহর লাগিয়ে নিন। (হয়তো আপনাকে ওই বৎসরের সেমিস্টার এবং সেমিনার খরচ দিতে হতে পারে)
এখন আপনার কাগজ পত্র প্রস্তুত জাতীয় বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়া করে আনার জন্য।

এখন কত খরচ হবে?
জাতীয় বিশ্ববিদ্যালয় এ নির্ধারিত খরচ হচ্ছে মাত্র ৭৫০ টাকা। জাতীয় বিশ্ববিদ্যালয় এ আপনার কাগজপত্র প্রক্তিয়া হতে সাধারণত সাতদিন সময় লাগে, তারপর আপনি একটি কাগজ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেটা নিয়ে চলে যান আপনার বর্তমান কলেজে এবং ছাড়পত্র সংগ্রহ করুন (এর বিনিময়ে কোন খরচ চাইলে রসিদ ছাড়া দিবেন না)। সেই ছাড়পত্র নিয়ে চলে যান আপনি যেই কলেজে স্থানান্তরিত (ট্র্যান্সফার) হয়ে ভর্তি হতে ইচ্ছুক সেখানে এবং নির্ধারিত খরচ দিয়ে ভর্তি হয়ে যান।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group