শিক্ষা নিউজ

পুলিশের এসআই সাব-ইন্সপেক্টর পদে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা ২০ জুলাই

পুলিশের এসআই সাব-ইন্সপেক্টর পদে সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা ২০ জুলাই। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মেডিক্যাল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে ২০ জুলাই। আগামী ৩ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে এই পরীক্ষা চলবে।

সোমবার (১৮ জুলাই) পুলিশ সদর দফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এ লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে ৮৭৫ জন প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য এবং পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক বলে বিবেচিত হবেন, তাদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট উপপরিদর্শক (এসআই, নিরস্ত্র) পদে নিয়োগে এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে কম্পিউটার দক্ষতা পরীক্ষা। For the first time, computer efficiency test has been added to the post of Cadet Sub-Inspector (SI, Unarmed) of Bangladesh Police.

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে শুরু হয়েছে এই পরীক্ষা। ২০২১ সালে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ৪৩৬ জন কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশ নেবেন।

প্রতিদিন ৪৮০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য ৫-৮ ও ১৩-১৫ মার্চ সময়সূচি নির্ধারিত আছে।

শুধু কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

২০৪১ সালের উন্নত বাংলাদেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম পুলিশের কনস্টেবল, এসআই ও সার্জেন্ট পদে নিয়োগবিধিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানচর্চার পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট তদন্তকাজে অধিকতর সক্ষম ও কারিগরিভাবে দক্ষ ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে প্রার্থী নিয়োগ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group