পরীক্ষাশিক্ষা নিউজ

এসআই নিয়োগ যোগ্যদের তালিকা 2022 প্রকাশ সাব-ইন্সপেক্টর অব পুলিশ

এসআই নিয়োগ যোগ্যদের তালিকা 2022 প্রকাশ সাব-ইন্সপেক্টর অব পুলিশ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, যোগ্য ৮১৫ জনকে এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে আগামী ১৪ অক্টোবর বিকেল ৩টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ৮৭৫ জন প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৮১৫ জন। স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ও পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক নয় মর্মে ‘নিয়োগের অযোগ্য’ এবং চাকরি করতে অনিচ্ছুক সর্বমোট ৬০ জনকে চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। এসব প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে।

এসআই নিয়োগ যোগ্যদের তালিকা 2022 প্রকাশ সাব-ইন্সপেক্টর অব পুলিশ

Police SI Result Check Link police.gov.bd

বাংলাদেশ পুলিশের ৫ মার্চ কম্পিউটার দক্ষতা পরীক্ষা।৫ থেকে ৮ মার্চ এবং ১৩-১৫ মার্চ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষায় এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং এবং ট্রাবলশুটিংয়ে অংশগ্রহণ করতে হবে।শুধুমাত্র কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ ৩৪৩৬ জন প্রার্থীর কম্পিউটার দক্ষতা পরীক্ষা আগামী ৫ মার্চ থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১৫ মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Bangladesh Police conducted a computer skill test on March 5. The exam will be conducted from March 5 to 8 and March 13-15 at Bangladesh Computer Council, Dhaka. Candidates will have to appear for MS Word, MS Excel, MS PowerPoint, web browsing, and troubleshooting in the computer skill test. Only candidates who have cleared the computer skills test will be considered eligible to appear in the intelligence and oral examinations at a later date, the notification said. The computer skill test of 3436 candidates who have passed the written and psychology examination for recruitment to the post of Cadet Sub-Inspector (Unarmed) of Bangladesh Police will begin from March 5. The exam will continue until March 15. This was stated in a notification sent by the police headquarters on Thursday.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group