শিক্ষা খবরশিক্ষা নিউজ

এসএসসি ও এইচএসসি পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা টেস্টের পরিবর্তে

এসএসসি ও এইচএসসি পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা টেস্টের পরিবর্তে।এসএসসি ও এইচএসসির টেস্ট পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত না হলেও পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসএসসি ও এইচএসসির পরীক্ষারয় অংশ নেয়ার আগে শিক্ষার্থীদের পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বোর্ডের কর্মকর্তারা।এসএসসি-এইচএসসির টেস্ট পরীক্ষার বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) অধ্যাপক তপন কুমার সরকার সন্ধ্যায় বলেন, টেস্ট পরীক্ষার বদলে পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। আমরা এ বিষয়ে একটি নির্দেশনা প্রস্তুত করেছি। শিগগিরই তা প্রকাশ করে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের বিষয়টি অনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কোন কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা নেয়া হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশনায় বলা থাকবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সন্ধ্যায় বলেন, এসএসসি ও এইচএসসির টেস্ট পরীক্ষার বদলে পূর্বপ্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। এ বিষয়ে শিগগিরই নির্দেশনা জারি করা হবে।চলতি বছরের এসএসসি ও এইচএসসি চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হলেও তা থেকে সরে এসেছে শিক্ষা বোর্ডগুলো। তবে টেস্টের বদলে পূর্ব প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে।

SSC and HSC are instead of pre-prepared exam tests. Although it has not been decided not to take SSC and hsc test exams, it has been decided to take pre-preparatory exams. The pre-preparatory examinations of the students will be taken before taking part in the SSC and HSC examinations. This information was confirmed by Dhaka Board officials on Monday evening. When asked about the SSC-HSC test examination, Dhaka Board Chairman (current responsibility) Prof. Tapan Kumar Sarkar said in the evening that the pre-preparatory examination will be conducted instead of the test exam. We have prepared a directive in this regard. The matter will be formally communicated to the students, teachers, and parents soon.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group