শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি কি খুলছে

শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি কি খুলছে।দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সংক্রমণ কমতে শুরু করায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার সংক্রমণ দিন দিন কমতে থাকায় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।করোনা বৈশ্বিক সমস্যা। আমরা চেষ্টা করি যাতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। করোনা সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এখন প্রতিদিনই করোনা সংক্রমণের হার কমছে। আশা করি খুব দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটির সুপারিশ পাওয়ার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করবেন। এরপর প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন সেটিই বাস্তবায়ন করা হবে।করোনার মধ্যে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হলেও সংক্রমণ কমতে থাকায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই কেটে যেতে পারে বিধি-নিষেধ।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথমে সীমিত আকারে সশরীরে পরীক্ষার সঙ্গে ক্লাসও শুরু হতে পারে। এরপর শুরু হতে পারে নিয়মিত ক্লাস। তবে এ সবই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। কোনো সূত্র উল্লেখ করা না হলেও স্কুল-কলেজ খোলার বিষয়ে একাধিক শিক্ষক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন

Is the educational institution opening on 22nd February? Due to the increase in coronavirus infection in the country, school-college has been declared closed till 21st February. However, as the infection has started to decrease, the Ministry of Education and the Ministry of Primary and Mass Education have started preparing the educational institutions. Meanwhile, the Minister of Education. Dipu Moni said that the educational institutions will be reopened soon as the corona infection is decreasing day by day.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group