শিক্ষা খবরশিক্ষা নিউজ

টেস্ট পরীক্ষা হচ্ছে এবার এসএসসি ও এইচএসসির

টেস্ট পরীক্ষা হচ্ছে এবার এসএসসি ও এইচএসসির।চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার আগে শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। করোনা মহামারির কারণে গতবছর অর্থাৎ ২০২১ সালে এসএসসি ও এইচএসসির টেস্ট পরীক্ষা হয়নি। কিন্তু ২০২২ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। সশরীরে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় ক্লাস নেয়া সম্ভব হয়নি। এখনো স্কুল-কলেজ বন্ধ।

সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার্থীদের ১৩০ দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের ১৫০দিন সশরীরে ক্লাস হওয়ার কথা ছিলো। কিন্তু সে অনুযায়ী পর্যাপ্ত ক্লাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিতে পারেনি। এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, যাতে প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ক্লাস ও টেস্ট পরীক্ষা নিতে পারে সেজন্যই জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা করা হচ্ছে। আশা করি এ সময়ের মধ্যে পর্যাপ্ত ক্লাস নেয়া সম্ভব হবে। তা ছাড়া অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশনা আছে। প্রয়োজনে আমার অনলাইন ক্লাসকেও গণনা করবো।

সিলেবাস অনুয়ায়ী জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা আমাদের আছে। তবে, সবই নির্ভর করছে করোনা সংক্রমণের পরিস্থিতির ওপর।‘আসলে এখন যে পরিস্থিতি কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা আছে, কিন্তু কি হয় বলা যায় না’,যোগ করেন তিনি।এবার আমরা টেস্ট পরীক্ষা নিতে চাচ্ছি। যাতে শিক্ষার্থীদের একটু অভিজ্ঞতা হয়।

আর টেস্ট পরীক্ষায় কিছুটা ভালো শিক্ষার্থী পরীক্ষার জন্য নির্বাচিত হতে পারেন। এজন্য এসএসসি ও এইচএসসিতে টেস্ট পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছি। সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা আমাদের আছে।এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নিতে চাচ্ছি। সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। পরীক্ষার সময় ও নম্বর কমালেও বিষয় কমাতে চাচ্ছি না আমরা। সব বিষয়ের পরীক্ষাই হবে।

This time the test is for SSC and HSC. Before the current year’s SSC and HSC exams, students have to take part in the selection or test exam Due to the Corona epidemic, last year, i.e. in 2021, SSC and HSC test examinations were not held. But the education boards are planning to take the test of SSC and HSC candidates in 2022. It was not possible for the students to take the necessary classes physically. School-college is still closed.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group