শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষাক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি যোগ করা হবে

শুক্রবার সন্ধ্যায় প্রথম জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ সম্মেলনের সমাপনী পর্বে তিনি একথা বলেন। ঢাকার সোনারগাঁও হোটেলে ২৬ জানুয়ারি শুরু হয় তিন দিনব্যাপী এ সম্মেলন। বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ ৩০ টি দেশি বিদেশি প্রতিষ্ঠান এ সম্মেলনের আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধের মধ্য দিয়ে ‘সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব’। সেই ল নতুন শিক্ষাক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি যোগ করা হবে।

“নতুন কারিকুলামে স্বাস্থ্য সুরক্ষা একটা বিষয় যোগ করতে যাচ্ছি। সেখানে যা থাকবে তা থেকে শিক্ষার্থীরা জানবে, শিখবে এবং সেইভাবে তারা চলতে পারবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয় কারিকুলামে যুক্ত করা হলে আমাদের নতুন প্রজন্ম অনেক বেশি সচেতন হবে। সচেতন হলে তারা বেশি সুস্থ থাকবে। “স্বাস্থ্য খাতে এমন সব ব্যবস্থা নেওয়া উচিত, যাতে স্বাস্থ্য সেবার খরচ আমরা যৌক্তিক পর্যায়ে রাখতে পারি।

অসংক্রামক রোগ যত কমিয়ে রাখতে পারব, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ তত কমবে।” বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বিএমএর সভাপতি অধ্যাপক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ইউনিসেফ বাংলাদেশ।

এর স্বাস্থ্য ব্যবস্থাপক ডা. জিয়াউল মতিন, ডা. আলিয়া নাহিদ ও ডা. শামীম হায়দার তালুকদার অনুষ্ঠানে বক্তব্য দেন। শিক্ষামন্ত্রী বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধের মধ্য দিয়ে ‘সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব’। সেই ল নতুন শিক্ষাক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি যোগ করা হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে নতুন শিক্ষাক্রমে স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি যোগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

He was speaking at the concluding session of the first National Non-Communicable Diseases Control Conference on Friday evening. The three-day conference started on January 26 at Sonargaon Hotel in Dhaka. The conference was organized by 30 local and foreign organizations including Bangladesh Health Reporters Forum. The education minister said it was “possible to build a healthy nation” by preventing non-communicable diseases. Health care will be added to the new curriculum.

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group