শিক্ষা খবরশিক্ষা নিউজ

শিক্ষার্থীদের জোর করে টিসি দিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান

শিক্ষার্থীদের জোর করে টিসি দিতে পারবে না শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা শিক্ষা বোর্ড বলছে, এ এখতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের নেই। ছাড়পত্র বা টিসি দেয়ার এখতিয়ার শুধু বোর্ডের। তবে, বোর্ডের অনুমতি নিয়ে শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের টিসি নিতে হবে। মঙ্গলবার বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র (টিসি) দিচ্ছে, যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেয়ার এখতিয়ার শুধুমাত্র বোর্ডের।

মঙ্গলবার বিষয়টি জানিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অকৃতকার্য বা শৃঙ্খলা ভঙ্গকারী শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক ছাড়পত্র (টিসি) দিচ্ছে, যা তাদের এখতিয়ার বহির্ভূত। ছাড়পত্র দেয়ার এখতিয়ার শুধুমাত্র বোর্ডের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী অকৃতকার্য হলে তাকে আগের শ্রেণিতে রেখে যথাযথ শিক্ষাদানের মাধ্যমে মানোন্নয়নের ব্যবস্থা করতে হবে। শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে ছাড়পত্রের (টিসি) অনুমতি নিতে হবে। এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ঢাকা বোর্ড।

Educational institutions cannot force students to pay TC. The Dhaka Board of Education says that educational institutions do not have this jurisdiction. Only the board has the authority to issue clearance or TC. However, with the permission of the board, students who break the discipline will have to take TC. The Dhaka Board of Secondary and Higher Secondary Education has issued an emergency notification on Tuesday. It said some educational institutions under the Dhaka Board of Secondary and Higher Education were forcibly issuing TCs to students who failed or violated discipline, which was beyond their jurisdiction. Only the board has the authority to grant clearance.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group