শিক্ষা খবরশিক্ষা নিউজ

অনলাইনে প্রাইজ বন্ড লটারির ফলাফল জানা যাবে

অনলাইনে প্রাইজ বন্ড লটারির ফলাফল জানা যাবে।এখন আর প্রাইজবন্ড লটারির ফলাফল জানার জন্য পত্রিকার পাতায় চোখ রাখতে হবে না। কেননা, ওয়েবসাইট থেকে এখন সহজেই জানা যাবে এই ফলাফল। এতে প্রাইজবন্ড রেজাল্ট ইনকোয়ারি সফ্টওয়্যারের মাধ্যমে অনলাইন সেবা প্রদান করা হবে। এখানে সবশেষ দুই বছরের লটারির ফলাফল পাওয়া যাবে।সঞ্চয় বা উপহার হিসেবে প্রাইজবন্ড এক সময় বেশ জনপ্রিয় ছিল। কারণ প্রাইজ বন্ড যে কোন সময় ব্যাংক থেকে ভাঙানো যায় এবং এটির লটারিতে বড় অংকের টাকাও জেতা যায়। অন্যদিকে, একই অনুষ্ঠানে ইলেকট্রনিক ফিসকল ডিভাইস-ইএফডির লটারিও অনুষ্ঠিত হয়।

এতে মাসে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ১০১টি পুরস্কার প্রদান করে এনবিআর।এছাড়া কয়েক হাজার নম্বরের মধ্যে মিলিয়ে নিতেও বেশ ঝক্কি পোহাতে হতো। ফলে অনেকেই বঞ্চিত হয়েছে প্রাইজ বন্ডের পুরস্কার থেকে।এসব নানা কারণে বহু দিন আগে থেকে প্রাইজবন্ডের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। যা ফিরিয়ে আনতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ একটি ওয়েবসাইট চালু করেছে। এতে গ্রাহকের নম্বর লিখে সার্চ দিলেই ফলাফল চলে আসবে।

প্রাইজ বন্ডের পুরষ্কার পাওয়ার ক্ষেত্রে কেন এমন সমাস্যায় পড়তে হতো সে বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, প্রাইজবন্ডের লটারির ফল এতদিন পর্যন্ত শুধু জাতীয় পত্রিকায় দেয়া হতো। যা অনেকের চোখ এড়িয়ে যেত। ফলে অনেকেই বিজয়ী হয়েও প্রাইজ বন্ডের পুরষ্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হতো।সম্প্রতি ( ৫ মার্চ ) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে এই সফ্টওয়্যারের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম।এতদিন অনেকে ফল জানতে না পারায় অনেকে বিজয়ী হয়েও কোটি কোটি টাকার পুরস্কার হাতে পায়নি।

The results of the prize bond lottery can be found online. Now you don’t have to keep an eye on the pages of the newspaper to know the results of the prize and lottery. Because this result can now be easily known from the website. In this, online services will be provided through prize band result inquiry software. Here you can find the results of the last two years of the lottery. Prize bonds as savings or gifts were once quite popular. Because the prize bond can be redeemed from the bank at any time and a large amount of money can also be won in its lottery. On the other hand, the electronic fiscal devices-EFD lottery was also held on the same occasion.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group