শিক্ষা নিউজ

“চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতারও আইন নয়।”-ব্যাখ্যা কর

প্রশ্ন-৭।(ক)”চুক্তি আইন সমগ্র অঙ্গীকারের আইন নয় এবং সমগ্র বাধ্যবাধকতারও আইন নয়।”-ব্যাখ্যা কর।
উত্তরঃ প্রশ্ন-৪ থেকে
-সংজ্ঞা
-চুক্তির উপাদান
(খ)ডাকের মাধ্যমে প্রস্তাব স্বীকৃতি ও প্রত্যাহারের আদান-প্রদান সম্পর্কিত বিধিগুলি আলোচনা কর।
উত্তরঃডাকের মাধ্যমে প্রস্তাব স্বীকৃত সম্মতি চুক্তিতে গঠন করা যায় এবং নিয়ম অনুসারে তা প্রত্যাহার করা যায়।

এ সব ক্ষেত্রে যে সব বিধিগুলি থাকা উচিৎ তা উদাহরন সহকারে নিম্নে আলোচনা করা হলঃ
উদাহরনঃ “ক” ডাকের মাধ্যমে “খ” কে বলেছে, আমি আপনার জমি ৫০ লক্ষ টাকায় ক্রয় করতে চাই।
– “খ” তার প্রস্তাব ডাকের মাধ্যমে “ক”কে সম্মতি জানায়।
-তবে ” খ” পাল্টা প্রস্তাব দিতে পারবে না
-যদি পাল্টা প্রস্তাব দেয়ে সেই প্রস্তাব “ক” সম্মতি দিতে হবে।

প্রশ্ন-৮। চুক্তি কাকে বলে?পার্থক্য নির্ণয় করঃ
(ক)বাতিল সম্মতি এবং বাতিলযোগ্য চুক্তি ;
(খ)নির্বাহিত চুক্তি এবং নির্বাহিতব্য চুক্তি।

উত্তরঃ
নির্বাহিত চুক্তিঃযখন কোন চুক্তির একটি পক্ষ চুক্তি বাধ্যবাধকতায় তার কার্যসম্পাদন করে।
যেমনঃ
ঋনের চুক্তি (ঋণগ্রহীতার করনীয় অবশিষ্ট থাকে)
নির্বাহিতব্য চুক্তিঃ

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group