শিক্ষা খবরশিক্ষা নিউজ

প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি ১৪ দিন

প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি ১৪ দিন।গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে পড়েছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। সে অনুযায়ী সরকারি প্রাথমিকে এবার রমজান ও ঈদের ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানো হচ্ছে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম। এছাড়া এবার রমজান ও ঈদের ছুটি ১৪ দিন নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

Eid holiday in primary school is 14 days. Many children have lagged behind due to the closure of primary school in the last two years. Classes are being conducted in Ramadan to fill their learning deficit. Whatever you say, the class will continue till April 23. According to him, government primary school holidays have been fixed for 14 days for Ramadan and Eid this time. Secretary of the Ministry of Primary and Mass Education Aminul Islam said that government primary school holidays are not being reduced. He also said that this time Ramadan and Eid’s holidays have been fixed for 14 days.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group