পরীক্ষাশিক্ষা নিউজ

জেডিসি পরীক্ষার্থীরাও বার্ষিক পরীক্ষা-অ্যাসাইনমেন্টের ফলে সনদ পাবেন

চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে। আর অ্যাসাইনমেন্ট ও বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতেই জেএসসি পরীক্ষার্থীদের মতই জেডিসি পরীক্ষার্থীদেরও সনদ দেওয়া হবে।

বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুত করা ফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণদের সনদ দিতে মাদরাসাগুলোকে ফরম পূরণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। আগামী ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষার্থীদর ফরম পূরণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

This year’s JSC-JDC examination is not being held. Eighth-grade students will be promoted to ninth grade on the basis of annual examinations and assignments of their respective educational institutions. On the basis of the results of assignments and annual examinations, certificates will be given to JDC candidates as well as JSC candidates. The Madrasa Board of Education has directed the madrasas to fill up the forms to give certificates to the passers-by on the basis of the results prepared by evaluating the annual examinations and assignments. The Madrasa Board of Education has directed the candidates to fill up the JDC exam forms from December 6 to December 13.

রোববার (১৪ নভেম্বর) বোর্ড থেকে সব মাদরাসার সুপার ও অধ্যক্ষদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।এর আগে ঢাকা বোর্ড থেকেও একই নির্দেশনা দিয়ে স্কুলগুলোতে চিঠি পাঠানো হয়েছিল।

বোর্ড থেকে মাদরাসাগুলোতে পাঠানো চিঠিতে বোর্ড বলছে, করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে।

২০২১ সালের জেডিসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়ার জন্য আগামী ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেডিসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশ দেওয়া হলো।গত ৯ নভেম্বর ঢাকা বোর্ড থেকেও জেএসসি পরীক্ষার্থীদের বিষয়ে একই সিদ্ধান্ত জানানো হয়েছিল।

এর আগে গত ৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে শিক্ষা বোর্ডগুলোকে জানানো হয়, ২০২১ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেমে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে প্রস্তুতকৃত ফল অনুযায়ী বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উন্নীত হবে।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সে আদেশে বোর্ডগুলোকে জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group