শিক্ষা নিউজ

বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর MCQ PDF

বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর MCQ PDF

১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ উক্তিটি কার?

ক. ন্যাড়ার খ. মৃত্যুঞ্জয়ের

গ. বিলাসীর ঘ. খুড়ার

২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. ব্যঙ্গার্থে খ. প্রশংসার্থে

গ. ​শিক্ষার্থে ঘ. নিন্দার্থে

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামে কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়িতে গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তাঁরা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে এ সময় কিছুতেই কোথাও যাবে না।

৩. অনুচ্ছেদের সঙ্গে ‘বিলাসী’ গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে—

i. নারীর প্রতি নির্যাতন

ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ

iii. গ্রামীণ বিচারব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়ই—

i. প্রতিবাদী নারীসত্তা

ii. নির্যাতিত নারী

iii. কুসংস্কারের শিকার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?

ক. বনফুল খ. মন্দির

গ. বিলাসী ঘ. অন্নপাপ

৬. শরৎচন্দ্রের ‘মন্দির’ রচনাটি কী?

ক. উপন্যাস খ. প্রবন্ধ

গ. ছোট গল্প ঘ. গল্প

৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন?

ক. ১৯২২ খ. ১৯২৩

গ. ১৯৩০ ঘ. ১৯৩৬

৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৭৬ খ. ১৮৭৭

গ. ১৮৭৮ ঘ. ১৮৭৯

৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘মন্দির’ গল্পের জন্য কোন পুরস্কার লাভ করেন?

ক. জগত্তারিণী স্বর্ণপদক

খ. মধুসূদন পুরস্কার

গ. কুন্তলীন পুরস্কার

ঘ. একুশে পদক

১০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. মুরারিপুর খ. দেবানন্দপুর

গ. মনিহারপুর ঘ. বরাকপুর

সঠিক উত্তর: ১.গ ২.ক ৩.ঘ ৪.গ ৫.খ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.গ ১০.খ

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন?

ক. ২২ বছর খ. ২৪ বছর

গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর

১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৩৬ খ. ১৯৩৭

গ. ১৯৩৮ ঘ. ১৯৩৯

১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?

ক. দুর্গেশনন্দিনী খ. মন্দির

গ. গৃহদাহ ঘ. গোরা

১৪. ন্যাড়াদের বিদ্যালয়ে যাতায়াতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হতো?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

১৫. পল্লীগ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হতে হয়?

ক. ৫টায় খ. ৬টায়

গ. ৭টায় ঘ. ৮টায়

১৬. ‘বিলাসী’ গল্পের পল্লিবালকদের কোন সময় ধুলার সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো?

ক. গ্রীষ্মকালে খ. বসন্তকালে

গ. শীতকালে ঘ. হেমন্তকালে

১৭. স্কুলে যাওয়ার দুই ক্রোশের মধ্যে এমন আরও কয়টি গ্রাম পার হতে হয়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. সাতটি

১৮. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল?

ক. ফার্স্ট খ. সেকেন্ড

গ. থার্ড ঘ. ফোর্থ

১৯. স্কুলের পথে মাঝেমধ্যে ন্যাড়ার সঙ্গে কার দেখা হতো?

ক. বিলাসী খ. খুড়া

গ. মৃত্যুঞ্জয় ঘ. বিলাসীর বাবা

২০. মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?

ক. জাম-লিচুর খ. কাঁঠাল-লিচুর

গ. আম-জামের ঘ. আম-কাঁঠালের

সঠিক উত্তর: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.ঘ’

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion

৩১. ‘সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশি থাকিতে পারে।’— উক্তিটি কার?

ক. ন্যাড়ার খ. মৃত্যুঞ্জয়ের

গ. বিলাসীর ঘ. বাড়ির মালিকের

৩২. কতক্ষণের মধ্যে মৃত্যুঞ্জয় প্রকাণ্ড একটা খরিশ গোখরা ধরে?

ক. পাঁচ মিনিটে খ. দশ মিনিটে

গ. আধা ঘণ্টায় ঘ. এক ঘণ্টায়

৩৩. মৃত্যুঞ্জয়ের মৃত্যুশয্যায় কত কোটি দেব–দেবীর দোহাই পড়া হয়েছিল?

ক. পঁচিশ খ. ত্রিশ

গ. তেত্রিশ ঘ. পঞ্চাশ

৩৪. ‘ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বনফুলের মতো’– এখানে কার কথা বলা হয়েছে?

ক. মৃত্যুঞ্জয় খ. ন্যাড়া

গ. বিলাসী ঘ. খুড়া

৩৫. হিন্দু পুরাণে বর্ণিত চার যুগের প্রথম যুগের নাম কী?

ক. সত্যযুগ খ. ত্রেতাযুগ

গ. দ্বাপরযুগ ঘ. কলিযুগ

৩৬. ‘ধুচুনি’ শব্দের অর্থ কী?

ক. বেতের ঝুড়ি খ. বাঁশের ঝুড়ি

গ. বেতের লাঠি ঘ. বাঁশের লাঠি

৩৭. ‘মনসা’ কে?

ক. ধনের দেবী

খ. সাপের দেবী

গ. বিদ্যার দেবী

ঘ. সম্পদের দেবী

৩৮. ‘এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মেলে না।’ উক্তিটিতে দরকারি তথ্য হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য?

ক. বিদ্যালয়ে যাওয়ার বিষয়

খ. খেলাধুলার বিষয়

গ. লেখাপড়ার বিষয়

ঘ. শহরে স্থায়ী বসবাসের বিষয়

৩৯. ‘গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম।’ উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. তাচ্ছিল্য খ. সম্মান

গ. উপহাস ঘ. মর্যাদা

৪০. ‘অসাধ্য সাধন’ শব্দটির প্রয়োগে লেখক কোন দিকটির প্রতিফলন করতে চেয়েছেন?

ক. বিলাসীর সাহসিকতা

খ. বিলাসী-মৃত্যুঞ্জয়ের পরিণয়

গ. বিলাসীর মানসিক সেবাধর্মিতা

ঘ. মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জন

সঠিক উত্তর: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.গ

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group