শিক্ষা নিউজ

স্কুল ও কলেজের ১ হাজার ৪১৭ জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন

স্কুল ও কলেজের ১ হাজার ৪১৭ জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। এদের মধ্যে স্কুলের ১ হাজার ৩৮৮ জন এবং কলেজের ২৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। রোববার (১৫ মার্চ) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় তাদের উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করে অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, স্কুলের ১ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১২৩ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১৩ জন, কুমিল্লা অঞ্চলের ৫৪ জন, ঢাকা অঞ্চলের ২৪৬ জন, খুলনা অঞ্চলের ১৭৬ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৫৬ জন, রাজশাহী অঞ্চলের ১৯৯ জন, রংপুর অঞ্চলের ২৩৯ জন এবং সিলেট অঞ্চলের ৮২ জন শিক্ষক কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন।

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ২৯ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ৮ জন, চট্টগ্রাম অঞ্চলের ১ জন, কুমিল্লা অঞ্চলের ২ জন, ঢাকা অঞ্চলের ৫ জন, খুলনা অঞ্চলের ৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ৭ জন এবং সিলেট অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group