শিক্ষা নিউজ

৩১ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে

আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ৩০ মার্চ শবে বরাতের সরকারি ছুটি থাকায় ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। শবে বরাতের ছুটির পরদিন অর্থাৎ ৩১ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের নির্দেশনা জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। রবিবার (১৪ মার্চ) কারিগারি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।৩১ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৪ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনাগুলো হলো- স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেয়ার বিষয়টি আগামী ৩০ মার্চের আগেই সম্পন্ন করতে হবে। কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার অথবা মেরামতের প্রয়োজন হলে তাও ৩০ মার্চের আগে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, প্রযােজ্য ক্ষেত্রে গণপূর্ত অধিদফদতরকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার অথবা মেরামতের ব্যবস্থা নিতে হবে।

মাঠ পর্যায়ে স্বাস্থ্য অধিদফতর ও পরিবার পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তারা পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার বিষয়টি মনিটরিং করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খােলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হবে।

নির্দেশনায় আরোও বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপততিত্বে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group