শিক্ষা খবর

সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা

List of first year migration for 2020-21 session in Government Medical College দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। আগামীকাল সোমবার হালনাগাদকৃত তালিকা প্রকাশের কথা থাকলেও তা পেছানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে বিডিএস এর মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ শুরু করায় এমবিবিএস এর মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। এমবিবিএস এবং বিডিএস এর হালনাগাদকৃত মাইগ্রেশনের তালিকা একসাথে প্রকাশ করবে অধিদপ্তর।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, বিডিএস এর বেশ কিছু আসন ফাঁকা হওয়ায় তাদের তালিকাও হালনাগাদ করা হচ্ছে। সেজন্য আগামীকাল এমবিবিএস এর মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। আমরা দুটো তালিকা একসাথে প্রকাশ করবো।

অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব জানান, দুটো মাইগ্রেশনের তালিকা একসাথে প্রকাশ করায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

তথ্যমতে গত ২৯ নভেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। তবে প্রকাশিত তালিকা নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করায় গত ১ ডিসেম্বর মাইগ্রেশন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group