শিক্ষা নিউজ

এইচএসসি পরীক্ষার ফলাফল 2024 প্রকাশ, জিপিএ-৫ এক লাখ ৬১ হাজার

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল 2024 প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০০% পাস করেছে এবং জিপিএ-৫ এক লাখ ৬১ হাজার জন। সদ্য ঘোষিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন। তবে সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ৩৯৬ জন জিপেএ-৫ পাননি। ৯টি সাধারণসহ সব বোর্ডের সমন্বয়ে ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। জেএসসি-এসএসসি ও সমমানের পরীক্ষার গড় করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ থেকেও এইচএসসিতে জিপিএ-৫ পায়নি ৩৯৬ জন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৬৫ জন এবং ২০১৮ সালে ছিল ৫২ হাজার ৬৩৪ জন। জেএসসি ও সমমানের ২৫ শতাংশ এবং এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ গড় করে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ না পেয়েও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪৩ জন। আগের বছর এ সংখ্যা ছিল আট হাজার ৫৭০ জন। এছাড়া ২০১৮ সালে চার হাজার ১৫৭ জন জিপিএ-৫ পেয়েছিল। আগের বছর মোট জিপিএ-৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। সে হিসেবে এবার অটোপাসে জিপিএ-৫ পেয়েছে তিনগুণেরও বেশি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার সবাই শতভাগ পাস করলেও গতবার পাস করে ৭৩.৯৩ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়ার হার গত বছর ৩.৫৪ শতাংশ হলেও এবার হয়েছে ১১.৮৩ শতাংশ। এবার ছাত্রদের মধ্যে ৭৮ হাজার ৪৬৯ জন এবং ছাত্রীদের মধ্যে ৮৩ হাজার ৩৩৮ জন জিপিএ-৫ পেয়েছে।

HSC ফলাফল 2024 যেভাবে দেখবেনঃ

এইচএসসি পরীক্ষার ফলাফল 2023 প্রকাশ, জিপিএ-৫ এক লাখ ৬১ হাজার
SMS এর মাধ্যমে ফল সংগ্রহ করতে মেসেজ অপশনে লিখবেনঃ

HSC< >Board name (First 3 letter) <> Roll<>2024 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণঃ HSC CHI 123456 2024

HSC ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে অথবা (https://eboardresults.com/v2/home) এ রোল ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পাবেন।

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, জিপিএ-৫ এক লাখ ৬১ হাজার
এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষাবাের্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
চট্টগ্রাম বোর্ডঃ শুধুমাত্র রোল/রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পাবেন (http://hscresult.bise-ctg.gov.bd/hsc20/2024/individual/) এ

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group