শিক্ষা নিউজ

(ডিপিএড) কোর্সের ভর্তির সময় বাড়ানো হয়েছে

ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সের ভর্তির সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করে ভর্তি হওয়া যাবে। বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি-নেপ’র জারি করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত হয়।

এর আগে ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল নেপ।

সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেপুটেশন পাওয়া শিক্ষককে আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে ফরম পূরণ করে ভর্তি হতে হবে। এরপর আর ভর্তির ফরম অনলাইনে দৃশ্যমান হবে না।

ডিপিএড কোর্সে ভর্তির জন্য মনোনয়ন পাওয়া প্রত্যেক শিক্ষক নিজ নিজ নির্ধারিত ক্যাচমেন্ট এরিয়ার পিটিআইয়ে (প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট) নেপের ওয়েবসাইট (www.nape.gov.bd) এর মাধ্যমে অনলাইনে ভর্তি হবেন। এ ক্ষেত্রে ভর্তি হওয়া শিক্ষককে ক্লাস শুরুর আগে পিটিআইতে যাওয়ার প্রয়োজন নেই।

ভর্তি হওয়া ডিপিএড প্রশিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে। অ্যাকাডেমিক কার্যক্রম শুরুর আগ পর্যন্ত প্রশিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয়ে কর্মরত থাকবেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group