তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

মোবাইলে বাংলা কিবোর্ড লেখার নিয়ম ব্যবহার ও ডাউনলোড

মোবাইলে বাংলা কিবোর্ড লেখার নিয়ম ব্যবহার ও ডাউনলোড লিংক নিয়ে আজকে আলোচনা করা হবে। অ্যাপস্টোরে আছে সহজে বাংলা লেখার বহু অ্যাপ। আবার Apps ছাড়া যাতে বাংলা লেখা যায়, এর জন্য ইংরেজির পাশাপাশি বিল্টইন বাংলা কি-বোর্ডও রাখা হয়েছে মোবাইল অপারেটিং সিস্টেমগুলোর (অ্যানড্রয়েড, উইন্ডোজ মোবাইল) সাম্প্রতিক সংস্করণগুলোতে। মোবাইলে বাংলা ফন্ট টাইপ রেফ লেখার নিয়ম ।

জিবোর্ড – Gboard 
বাংলা টাইপ করার জন্য সবচেয়ে সেরা অ্যাপ হচ্ছে গুগলের তৈরি বাংলা কিবোর্ড অ্যাপ জিবোর্ড (Gboard) বা Google Keyboard। জিবোর্ড বাংলা কিবোর্ড অ্যাপে আছে একাধিক টাইপিং সুবিধা, যেমন – গ্লাইড টাইপিং, ভয়েস টাইপিং এমনকি হ্যান্ডরাইটিং বেসড টাইপিং। এছাড়াও কিবোর্ডে বিল্ট-ইন গুগল ট্রান্সলেট সুবিধা রয়েছে। এছাড়া কোনো শব্দ টাইপ করার সময় সঠিক বা সম্ভাব্য বানান প্রদর্শিত হবে। যথারীতি অনেক রকমের ইমোজিও যুক্ত করা হয়েছে এই কিবোর্ডটিতে।

জিবোর্ড অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইফোনের আইওএস সংস্করণ পাওয়া যাবে।

রিদমিক কিবোর্ড – Ridmik Keyboard 
স্মার্টফোনে বাংলা টাইপ করার জনপ্রিয় একটি দেশি অ্যাপ হচ্ছে রিদ্মিক কিবোর্ড (Ridmik Keyboard)। ইংরেজি বাটনে ফোনেটিক বাংলা টাইপিংসহ বিভিন্ন থিম বা লে-আউটে সহজে বাংলা টাইপ করা যাবে রিদমিক কিবোর্ড দিয়ে। জাতীয় এবং প্রভাত টাইপিং লে-আউটও রয়েছে রিদমিক বাংলা কিবোর্ড অ্যাপে।

রিদমিক অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইফোনের আইওএস সংস্করণ পাওয়া যাবে।

যাঁরা প্রচলিত কি-বোর্ড লে-আউটের কোন অক্ষর কোন কি-তে মনে রাখতে পারেন না, তাঁদের জন্য সহজ সমাধান ফোনেটিক পদ্ধতিতে টাইপ করা। আমরা সাধারণত বাংলা কথা ইংরেজি বর্ণ দিয়ে যেভাবে লিখি, ফোনেটিকে সেভাবেই টাইপ করলে তা বাংলায় পরিবর্তন হবে।

যেমন—‘bangla’ টাইপ করলে তা পরিবর্তিত হয়ে ‘বাংলা’ হয়ে যাবে। আর যদি একই রকম একাধিক শব্দ থাকে, তাহলে টাইপ করার সময় সেগুলো দেখাবে; তখন যেটা দরকার সিলেক্ট করা যাবে। যেমন : pari টাইপ করলে দেখাবে—পারি/পাড়ি

রিদমিক ইনস্টল করতে ক্লিক করুন– https://play.google.com/store/apps/details?id=net.hasnath.android.keyboard

অ্যাপল স্টোর থেকে রিদমিক কি-বোর্ড ইনস্টল করতে পারেন। ইনস্টল লিংক :

https://itunes.apple.com/us/app/ridmik-keyboard/id929121891?mt=8

মায়াবি কি-বোর্ড

সহজে বাংলা লেখার অ্যাপগুলোর একটি মায়াবি (Mayabi keyboard)। Android সেটের জন্য গুগল প্লে থেকে ফ্রি ইনস্টল করেই ব্যবহার করা যাবে। ইনস্টল করার পর সেটিংস অপশনের ল্যাংগুয়েজে গিয়ে মায়াবি কি-বোর্ড নির্বাচন করলেই বাংলা লেখার অপশন সচল হবে। এই কি-বোর্ডে বাংলার পাশাপাশি ইংরেজিতেও টাইপ করা যায়।

অ্যাপটির বৈশিষ্ট্য হলো—ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখা যায়

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group