শিক্ষা নিউজ

ফ্রি ইন্টারনেট চালানোর উপায় ২০২৪

বর্তমানে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা অনেক কঠিন এবং প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি টেকনিক নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনি সারাজীবন সম্পূর্ণ ফ্রীতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেকোনো সিম দিয়েই এই টেকনিকের মাধ্যমে ফ্রিতেই ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনার ইচ্ছেমত! তাহলে দেখে নিন ফ্রি ইন্টারনেট চালানোর নিয়ম এবং কিভাবে সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট চালানোর উপায় ২০২৪ সালে ইন্টারনেট ইউজ করা যায়।

এই ফ্রি ইন্টারনেট এর সাহায্যে আপনি ফেসবুক, ইউটিউব সহ সবকিছুই সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যেকোনো কিছুই ডাউনলোডও করতে পারবেন।

Free Internet with DroidVPN

Free Internet with DroidVPN


Free ইন্টারনেট চালানোর জন্য প্রথমে আপনাকে একটি এপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এপটির নাম গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে হবে। গুগলে গিয়ে DroidVPN Uptodown লিখে সার্চ করলে যেই আপটি আসবে সেটি ডাউনলোড করে ইনস্টল করে নিন।

তারপর app টিতে প্রবেশ করুন। প্রবেশ করে গোল Start বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার একাউন্ট এ সাইন ইন করতে বলবে বা একাউন্ট না থাকলে সাইন আপ বা একাউন্ট তৈরি করতে বলা হবে।
আপনার যেহেতু একাউন্ট নেই, তাই আপনি Sign Up for Free তে ক্লিক করুন।

কিভাবে একাউন্ট খুলবেনঃ

কিভাবে সম্পূর্ণ ফ্রি ইন্টারনেট চালানোর উপায় ২০২১

Account খুলতে হলে আপনাকে Menu তে গিয়ে Account Select করবেন। Account থাকলে Loge in দিবেন, না থাকলে SIGNUP FOR FREE তে Select করবেন। যে কোন একটি Browser Select করবেন।

একটি Account Page আসবে। সেখানে আপনি একটি Your username দিবেন  তারপর আপনার ইচ্ছেমত একটি Password দিয়ে দিবেন। তারপর Email Address দিবেন। তারপর আপনাকে ক্যাপচা পূরণ করতে বলা হবে। ওখানে ক্লিক করে দিন। ঠিক চিহ্ন উঠলে Sign Up এ ক্লিক করুন।

এরপর আপনার দেওয়া ইমেইলে একটি ম্যাসেজ যাবে। এই ম্যাসেজে আপনাকে আপনার একাউন্টটি নিশ্চিত করতে বলা হবে।

তারপর আপনি DroidVPN app টিতে আবার প্রবেশ করবেন এবং আপনার username and password দিয়ে আপনার DroidVPN একাউন্ট এ সাইন ইন করবেন।

দ্বিতীয় কাজটি করতে আপনাকে Menu তে গিয়ে Setting এ যেতে হবে। Setting এ গিয়ে আপনই দেখতে পাবেন যে অনেক গুলো অপশন, এগুলো আপনাকে ভালো করে ঠিক করতে হবে। চলোন আমরা একে একে দেখতে থাকি,
Load Configuration file
UDP Settings
TCP and HTTP
ICMP Setting
Proxy Settings
VPN Connection Settings
Misc Settings
Settings info ইত্যাদি আপনাকে ভালো করে ঠিক করতে হবে।
Load Configuration file এ আপনাকে কোন কাজ করতে হবে না।
UDP Setting এ গিয়ে আপনাকে যে কাজটি করতে হবে তা হল, Remote UDP Port এ 8080 লিখবেন। Local UDP Port এ গিয়ে 0 লিখবেন। Choose UDP
Mode এ গিয়ে Mode 1 দিয়ে Ok করতে হবে। TCount গিয়ে আপনাকে 500 লিখতে হবে ওকে করতে হবে। RCount এ গিয়ে আপনাকে 34 লিখে ওকে করতে হবে।


PDP Setting এর কাজ শেষ।

ICMP Settings এ গিয়ে Choose ICMP Mode এ ভিতরে গিয়ে Static Seq Number সিলেক্ট করতে হবে।

DroidVPN first page এ চলে আসবেন। UDP Select করে Free Server 1, Free Server 3, or Free Server 5 ব্যবহার করুন। কারণ এগুলোতে সবচেয়ে ভালো স্পিড পাওয়া যায়।

বি.দ্র. এই এপে আপনি প্রতিদিন সর্বোচ্চ ১০০ এম বি পর্যন্ত ইউজ করতে পারেন। তবে আমরা আপনাকে এমন একটি টেকনিক শিখিয়ে দেব যাতে আপনি ১০০ এমবিরও বেশি ব্যবহার করতে পারেন। টেকনিকটা হলো, আপনি শুধুমাত্র একটি একাউন্ট না খুলে একাধিক একাউন্ট খুলুন। এক্ষেত্রে আপনি একটি একাউন্ট এর দেওয়া ১০০ এমবি ব্যবহার করে লগ আউট করে আবার আরেকটি একাউন্ট এ লগিন করুন।

সবচেয়ে ভালো স্পিড পেতে গ্রামীনফোন সিম ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনি পর্যায়ক্রমে বাংলালিংক, রবি, এয়ার্টেল সিমও ব্যবহার করতে পারেন।
সবচেয়ে বড় কথা হলো আপনার এলাকায় বা আপনি যেখানে ইন্টারনেট ব্যবহার করবেন, সেখানে সবচেয়ে ভালো নেট যেই সিমের পাওয়া, সেট সিমই ইউজ করুন। আমরা আশা করি আপনি 100 KB থেকে শুরু করে 500 KB বা 1 MB পর্যন্ত স্পিড পেতে পারেন। তাছাড়াও ভালো ফলাফলের জন্য আপনি নিয়মিত ড্রয়েড ভিপিএন আপটি নিয়মিত আপডেট করতে পারেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group