শিক্ষা নিউজ

২০২১ সাল থেকে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২১ সাল থেকে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। দক্ষ জনবল গড়ে তুলতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ডা. দীপু মনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। শিক্ষামন্ত্রী বলেন, ‘ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষার একটি বিষয় বাধ্যতামূলক করা হবে। প্রতিটি স্কুলে কমপক্ষে দুটি ট্রেড থাকবে। এতে যদি কোনো শিক্ষার্থী উচ্চতর শিক্ষা না নিতে পারে তাহলে সে যেন বেকার না থাকে এ জন্যই এই পরিকল্পনা করা হচ্ছে।’

২০২১ সাল থেকে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক- শিক্ষামন্ত্রী

২০২১ সাল থেকে সব স্কুলে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক- শিক্ষামন্ত্রী

কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করতে আগামী বছর থেকে বাংলাদেশের ৬৪০টি স্কুলে কার্যক্রম শুরু হবে। ২০২১ সালে তা সব স্কুলে বিস্তৃত করা হবে।

তিনি বলেন, প্রতিযোগিতার জন্য দক্ষতার কোনো বিকল্প নেই। তাই দেশের স্কুল, মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম যুগোপযোগী করা হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান বলেন, বর্তমানে অদক্ষ লোকের কাজ নেই। তাই শুধু যুবরা নয়, সবারই দক্ষতা বাড়ানোর সময় এসেছে। এজন্য দেশের প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল সেন্টার স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে। প্রত্যেক বছর এক হাজার দক্ষ জনশক্তি তৈরি হবে ওইসব প্রতিষ্ঠানে।

মন্ত্রী বলেন, ‘এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে সবগুলোর সঙ্গেই শিক্ষা জড়িত। শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার সংস্কারমূলক কার্যক্রম শুরু করছে। আমাদের সৃজনশীল পদ্ধতির মধ্যেও এক ধরনের কড়াকড়ি আছে। সরকার এই কড়াকড়ি দূরীকরণে কাজ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন জিডিপির কমপক্ষে ৪ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখতে। কিন্তু আমরা এখন ওই পর্যায়ে যেতে পারিনি। আমাদের অনেক দূর যেতে হবে। বাজেট আরো বৃদ্ধি করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group