ভর্তি তথ্যশিক্ষা খবর

সাত কলেজে আজ পঞ্চম মেধাতালিকা প্রকাশ

সাত কলেজে আজ পঞ্চম মেধাতালিকা প্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ও সর্বশেষ মেধাতালিকা আজ মঙ্গলবার (২২ মার্চ) প্রকাশিত হবে। সোমবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।গত ১৬ জানুয়ারি সরকারি সাতটি কলেজের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়। এরপর ধাপে ধাপে আরও তিনটি মেধাতালিকা প্রকাশ করা হয়। এরপরেও আসন খালি থাকায় পঞ্চম মেধাতালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি।

গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ১১ নভেম্বর বিজ্ঞান-বাণিজ্য ও ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশিত হয়।এদিকে, সরকারি সাতটি কলেজের ২০২০-২১ সালের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ক্লাস শুরুর পরেও একটি বড় অংশের ভর্তিচ্ছু মেধাতালিকায় এসেও ভর্তি হতে পারেননি। মেধাতালিকা প্রকাশ বন্ধ করে দেয়ায় আসন ফাঁকা থাকা সত্ত্বেও তাদের ভর্তির সুযোগ হয়নি।

এটিই চূড়ান্ত ও সর্বশেষ মেধাতালিকা। এরপরেও যদি কোনো আসন খালি থাকে সেক্ষেত্রে ওই আসনগুলো খালি বলেই বিবেচিত হবে। গত দুই সপ্তাহ যাবৎ সাতটি কলেজকে তাদের কত আসনে শিক্ষার্থী ভর্তি হয়ে সে সংখ্যাটি দিতে বলেছি। তাদের তালিকাটি হাতে পেতে দেরি হওয়ায় চূড়ান্ত তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে।অধিভুক্ত সাত সরকারি কলেজের ২০২০-২১ সালে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সমাজবিজ্ঞান অনুষদের অধীনের অধীনে এ বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ হাজার ১৬০টি আসনের কথা বলা হলেও মূলত ২৩ হাজার ২৬২ আসনেই ভর্তি পরীক্ষা নেয়া হয়।

The fifth merit list of seven colleges will be published today. The fifth and latest merit list of the first seven years of 2020-21 graduation of seven government colleges affiliated to Dhaka University will be published today, Tuesday (March 22). Monday (March 21), the convener of the Central Admission Committee of the University. Md. Mostafizur Rahman has confirmed this information. The first merit list of seven government colleges was published on January 17. Then three more merit lists are published step by step. The admission committee decided to publish the fifth merit list as the seats were still vacant.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group