জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ২০২১ এর ফল প্রকাশ করা হবে

আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ফল প্রকাশ করা হবে। ফল তৈরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ‘গ’ ইউনিটের ফল প্রস্তুত সংক্রান্ত কমিটির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, এমসিকিউ ও লিখিত অংশের খাতা দেখা হয়েছে। এখন নম্বর ‘রিচেক’র কাজ চলছে। আগামী শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় রোববার (২১ নভেম্বর) অথবা সোমবার (২২ নভেম্বর) ফল প্রকাশ করা হবে।

The results of the admission test for the 2020-21 academic year of the ‘C’ unit of the Faculty of Business Education of Dhaka University (DU) will be released by next Monday (November 22). Fruit-making work has already been completed. Speaking to the members of the committee for preparation of results of the ‘C’ unit, it is learned that the MCQ and the written part book have been seen. Work is now underway to recheck the number. The results will be released on Sunday (November 21) or Monday (November 22) as next Friday and Saturday are holidays.

এ প্রসেঙ্গে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বলেন, ‘ফল তৈরির কাজ শেষ হয়েছে। এখন আমরা নম্বরগুলো চেক করছি। এটি শেষ হলে ফল জমা দেয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ফল ঘোষণা করবেন।’কবে নাগাদ ফল প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন আরও বলেন, কোনো সমস্যা না হলে আগামী সোমবারের (২২ নভেম্বর) মধ্যে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ৷ ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন পরীক্ষা দিয়েছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷

‘গ’ ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়েছে৷ সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী ও লিখিত) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ ছিল৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পেয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group