ক্যাম্পাসশিক্ষা খবর

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু ২৮ নভেম্বর

আগামী ২৮ নভেম্বর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাসের অনুমতি পাবেন। তবে সশরীরে ক্লাস শুরু হলেও যথাসময়ে অনলাইনেও একই ক্লাস সম্প্রচারিত হবে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Physical classes will start on November 26 at North South University. Students taking the first dose of the vaccine will be allowed to class physically. However, even if the physical class starts, the same class will be broadcast online in due course. On Thursday (November 19), the registrar of the university Dr. This information has been given in a press release signed by Ahmed Tajin. According to the notification, physical classes will start from November 26 at North South University as per the government instructions. This class will be conducted in a hybrid method. Students taking the first dose of the vaccine will have the opportunity to physically teach in the classroom. Even if the physical class starts, there will be an opportunity to participate in this class online from home. It is further said that teachers and students have to take part in these classes in compliance with the hygiene rules. Everyone has to wear a mask. Hands should be washed regularly. Mouth and nose should be covered during sneezing and coughing. Social distance must be adhered to. Coronavirus vaccine should be given whenever possible.

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুসারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আগামী ২৮ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। হাইব্রিড পদ্ধতিতে এ ক্লাস পরিচালিত হবে। টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগ পাবেন। সশরীরে ক্লাস শুরু হলেও বাসায় থেকে অনলাইনে এ ক্লাসে অংশগ্রহণের সুযোগ থাকবে।

এতে বলা আরও হয়, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের এসব ক্লাসে অংশ নিতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। নিয়মিতভাবে হাত ধৌত করতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সুযোগ পেলেই করোনাভাইরাসের টিকা নিতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group