পরীক্ষাশিক্ষা খবর

ট্রাফিক জ্যাম এড়াতে পরীক্ষা শুরুর সময় পরিবর্তনের ইঙ্গিত

দেশের পাবলিক পরীক্ষাগুলো প্রচলিতভাবেই সকাল দশটায় শুরু হয় । তবে, এ সময়টিতে দেশের রাজপথগুলোতে থাকে কর্মব্যস্ত মানুষের চাপ। তাই, পাবলিক পরীক্ষার সময় রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর রাস্তার ভিড় লক্ষ্য করা যায়। অনেক সময় জ্যামের কারণে পরীক্ষার্থীদের হলে পৌঁছুতে দেরি হয়। এসব জটিলতা এড়াতে পাবলিক পরীক্ষা শুরুর প্রচলিত সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মন্ত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

Public examinations in the country usually start at 10 am. However, at this time the country’s highways are under the pressure of busy people. Therefore, during the public examination, the street congestion of the divisional cities including the capital Dhaka can be noticed. Many times due to traffic jams, it is too late for the examinees to reach the hall. To avoid these complications, the usual time for the start of public examinations may change, said the Minister of Education. Dipu Moni. The minister said the issue was discussed at a meeting of the National Monitoring and Law and Order Committee on Thursday aimed at conducting HSC and equivalent examinations in a fair, copy-free, and positive environment.

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, সকাল দশটায় পরীক্ষা শুরু হলে অনেক সময় ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা বৃহস্পতিবারের সভায়ও আলোচনা হয়েছে। তবে, জ্যাম এড়াতে চলতি বছরের পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে এখন কিছু ভাবা হচ্ছে না। এবার যে পরীক্ষাটি হচ্ছে সেখানে এই পরিবর্তনটা আনতে পারছি না। কারণ স্বাস্থ্যবিধি মানার বিষয় আছে।মন্ত্রী বলেন, আগামী বছর থেকে আমরা চেষ্টা করতে পারি। বিশেষ করে যেদিন সবচাইতে বেশি পরীক্ষার্থী থাকে অর্থাৎ মূল বিষয়গুলো বা আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা হয় সেদিনগুলোতে পরীক্ষা (প্রচলিত সময়ের) আরেকটু পরে শুরু করা যায় কিনা সে ব্যাপারে আমরা ভাবছি।

বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group