জাতীয় বিশ্ববিদ্যালয়

২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) ১ম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ও ৪র্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ১৭/০৮/২০২১ তারিখ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ০৪/০৯/২০২১ তারিখ সোমবার দুপুর ২ টা পর্যন্ত Online এ আবেদন করা যাবে এবং ০৯/০৯/২০২১ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।

শিক্ষার্থীরা নিজেরাই www.nu.bd.info অথবা www.nu.ac.bd ওয়েবসাইটে গিয়ে Service মেনু> সোনালী সেবা পে-স্লিপ> Students Fee> Rescruiting Fee> থেকে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে pay slip ডাউনলোড করতে পারবে। pay slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখ পূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোন শাখায় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

BBA (Professional) 1st year 2nd semester and 4th year 8th semester results Rescutiny Apply ২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ ২য় সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

BBA (Professional) 1st year 2nd semester and 4th year 8th semester results Rescutiny Apply ২০১৯ সালের বিবিএ (প্রফেশনাল) প্রথম বর্ষ ২য় সেমিস্টার ও চতুর্থ বর্ষ ৮ম সেমিস্টার পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি।

নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরম এ টাকা প্রদান করা হলে পরবর্তীতে উদ্ধৃত জটিলতার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখ্য, ফলাফল পুনঃনিরীক্ষণ/নম্বরটা যাচাই ফি প্রতি পত্র ৮০০ টাকা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group