জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Regarding time extension of 1st year honours admission 2020-2021

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করা যাবে ১৮/০৮/২০২১ ইং তারিখ পর্যন্ত।
ভর্তির আবেদন যোগ্যতাঃ
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড থেকে ২০১৭/২০১৮ সালে এসএসসি এবং ২০১৯/২০২০ সালে এইচএসসি পাস করতে হবে।
মানবিক শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ২.৫০ + এইচএসসি ২.৫০)
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নূন্যতম জিপিএঃ (এসএসসি ৩.০০ + এইচএসসি ২.৫০)

অনার্স ১ম বর্ষের ভর্তি সংক্রান্ত

যে কলেজে আবেদন করবেন সেই কলেজের প্রকাশিত নোটিশ অনুযায়ী আবেদন ফি ও কাগজপত্র জমা দিতে হবে।
ফি পরিশোধের পর,আগামী ১৬ আগস্টের মধ্যে আবেদনকারীর নির্ধারিত মোবাইল নম্বরে আবেদন ফরম নিশ্চায়ন সম্পর্কিত মেসেজ পাবে অথবা উক্ত ওয়েবসাইটে(http://app5.nu.edu.bd/nu-web/applicantLogin.action?degreeName=Honours) আবেদনের এডমিশন রোল ও পিন নং দিয়ে লগইন করলে, View Application অপশনে ক্লিক করার পর, সবুজ রঙের “Received” লিখা আসবে।

উল্লেখ্য, প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চায়ন ব্যতীত কোন প্রার্থীই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group