জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স পরীক্ষা না হলে ভিন্ন চিন্তা-ভাবনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেড় বছর আগে অনার্স শেষ বর্ষের পরীক্ষা শুরু হলেও এখনো তা শেষ হয়নি। তাই ঝুলে আছে সোয়া দুই লাখের বেশি শিক্ষার্থীর ফল।
তবে করোনা পরিস্থিতি বিবেচনায় অনার্স পরীক্ষা না হলে ভিন্ন চিন্তা-ভাবনাও আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আর সেটি হলো পরীক্ষার নম্বর গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আমাদের অধিকাংশ শিক্ষার্থী ভার্চুয়াল যুক্ত হয়ে পরীক্ষা দিয়েছে। অনার্স শেষবর্ষের শিক্ষার্থীদের আটকে থাকা মৌখিক পরীক্ষা অনলাইনে নেয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের ৩৬ হাজার পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি বলে শেষবর্ষের ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। শিক্ষকদের সঙ্গে আমার এ বিষয়ে আলোচনা হলে তারা অনলাইনে ব্যবহারিক পরীক্ষা নেয়ার অনুমতি চাইলেও আমরা তা অনুমতি দেয়নি। আমরা চাই পরীক্ষার্থীরা ল্যাবে তারা এ পরীক্ষাটি দেবে, এটি আমাদের সিদ্ধান্ত ছিল।

 

উল্লেখ্য, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার ২৫৮টি কলেজে ২৯ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে অনার্সের চারটি বর্ষে ১০ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে।

তার মধ্যে দুই লাখ ২৬ হাজার শিক্ষার্থী শেষবর্ষের ফলের অপেক্ষায়। বিজ্ঞান বিষয়ের ৩৬ হাজার শিক্ষার্থীর ল্যাব পরীক্ষা ও কয়েকজনের মৌখিক পরীক্ষা নেয়া হয়নি বলে ফল ঝুলে আছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group