জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৩। আজকের সাজেশন বাংলা জাতীয় ভাষা-আবশ্যিক।এখান থেকে কমন থাকবে ইনশাআল্লাহ। নিম্নে ডিগ্রি সার্টিফিকেট ও পাস কোর্স ২য় বর্ষের সাজেসন দেয়া হল।

খ বিভাগ-(সংক্ষিপ্ত প্রশ্ন): এর সাজেশন।

১. প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতা অবলম্বনে কবির মর্মবেদনার স্বরূপ সংক্ষেপে লিখ।
২. প্রশ্ন নারিলি হরিণী মনি দংশিল কেবল ফনি।
৩. প্রশ্ন ঐকতান কবিতায় কবি কার লাগি কান পেতে আছেন এবং কেন আলোচনা করো।
৪. প্রশ্ন সাহিত্যের আনন্দ ভোজে কবি কিসের করে থাকেন এবং কেন থাকেন? ঐকতান কবিতা সংক্ষেপে আলোচনা করো।
৫. প্রশ্ন চৈতী হাওয়া কবিতার বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরো
৬. প্রশ্ন চৈতী হাওয়া কবিতায় কবির যে অন্তর্ভেদি
ফোন প্রকাশিত হয়েছে তার স্বরূপ তুলে ধরো।
৭. প্রশ্ন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে অনেক ঘুরেছি আমি ব্যাখ্যা করো।
৮. প্রশ্ন পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বিশ্লেষণ করো।
৯. প্রশ্ন শুনিনা তোমার সুর নিজেদেরই বিষাক্ত ছোবলে।
১০. প্রশ্ন তবে কি আমার বাংলাদেশ শুধু এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো।
১১. প্রশ্ন সোনালী কাবিন 5 কবিতার মর্মার্থ লিখ।
১২. প্রশ্ন কালের বেদার টানে সর্ব শিল্প করে থর থর, কষ্টকর তার চেয়ে নয় মেয়ে কবির অধর ব্যাখ্যা করো।

রচনামূলক প্রশ্নাবলি

শূণ্য ছিল নিতল দীঘির শীতল কালো জল,

কেন তুমি ফুটলে, সেথা ব্যথার নীলোৎপল? – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর।

বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যেরই মহিমা গান “- এ উক্তিটি যথার্থতা নিরুপণ কর।

কবির ক্লান্ত পথিকসত্তা কীভাবে শান্তি লাভ করেছিল, বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা কর।

চৈতি হাওয়া কবিতায় ভাবার্থ নিরুপণ কর।

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি

ফররুখ আহমদের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

ডাহুক কবিতায় ডাহুক কীসের প্রতীক?

ডাহুক কবিতায় কান পেতে কি শুনতে বলা হয়েছে?

জীবনানন্দ দাশ কোন ধরনের কবি?

জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম লিখ।

বনলতা সেন কবিতায় কবি বনলতার মুখ কেমন বলে মন্তব্য করেছেন?

বিদিশা কী?

গ বিভাগ (রচনামূলক প্রশ্ন): এর সাজেশন।

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৩জাতীয় বিশ্ববিদ্যালয় এর ডিগ্রী দ্বিতীয় বর্ষ পরীক্ষার সাজেশন ২০২৩

১. প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার সারমর্ম মর্মার্থ মূলভাব মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখ।
২. প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল বক্তব্য লিখ।
৩. প্রশ্ন ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তা চেতনার পরিচয় দাও।
৪. প্রশ্ন চৈতী হাওয়া কবিতার ভাবার্থ নিরূপণ করো।
৫. প্রশ্ন শূন্য ছিল নিতল দীঘির শীতল কালো জল।
৬.প্রশ্ন বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যের ই মহিমা গান এই উক্তির যথার্থতা নিরূপণ করো।
৭. প্রশ্ন কবির ক্লান্ত পথিক সত্তা কিভাবে শান্তি লাভ করেছিল বনলতা সেন কবিতা অবলম্বনে বর্ণনা করো।
৮. প্রশ্ন রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক এর সার্থকতা বিচার কর।
৯. প্রশ্ন শামসুর রহমানের বার বার ফিরে আসে কবিতার মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখ।
১.০. প্রশ্ন সোনালী কাবিন ৫ কবিতার মর্মার্থ লিখ।
১১. প্রশ্ন কবি আল মাহমুদ বিরচিত সোনালী কাবিন ৫ কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।

Degree 2nd Year Bangla Suggestion 2023

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group