শিক্ষা খবরশিক্ষা নিউজ

সরকারি ছুটির তালিকা ২০২৪ Sorkari Sutir Talika 2024

সরকারি ছুটির তালিকা ২০২৪ Sorkari Sutir Talika 2024. ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৪ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, প্রতি বছরে শেষের দিকে এসে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামী বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে। ২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এরমধ্যে দুই দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে। এর আগে ২০২৩ সালেও ২২ দিন সরকারি ছিল। তারমধ্যে শুক্র-শনিবারে আট দিন ছুটি পড়েছিল।

সাধারণ ছুটি
২১ ফেব্রুয়ারী, মঙ্গলবার- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৭ মার্চ, শুক্রবার- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্ম ও জাতীয় শিশু দিবস
২৬ মার্চ, রবিবার – স্বাধীনতা ও জাতীয় দিবস
২১ এপ্রিল, শুক্রবার – জামাতুল বিদা
২২ এপ্রিল, শনিবার – ঈদ-উল-ফিতর
১লা মে, সোমবার- মে দিবস
০৪ মে, বৃহস্পতিবার- বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা)
২৯ জুন, বৃহস্পতিবার- ঈদ-উল আযহা
১৫ আগষ্ট, মঙ্গলবার – জাতীয় শোক দিবস
০৬ সেপ্টেম্বর, বুধবার – জম্মষ্টমী
২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার – ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ)
২৪ অক্টোবর, মঙ্গলবার – দূর্গা পূজা (বিজয়া দশমী)
১৬ ডিসেম্বর, শনিবার – বিজয় দিবস
২৫ ডিসেম্বর, সোমবার – যীশু খ্রীস্টের জন্মদিন (বড় দিন)

নির্বাহী আদেশে সরকারী ছুটি

০৮ মার্চ – শব-ই-বরাত
১৪ এপ্রিল – বাংলা নবর্বষ
১৯ এপ্রিল – সব-ই-ক্বদর
২১ ও ২৩ এপ্রিল – ঈদ-ইল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন)
২৮ ও ৩০ জুন- ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন)
২৯ জুলাই – মুহাররম (আশুরা)

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group