জাতীয় বিশ্ববিদ্যালয়পরীক্ষার রুটিন

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২৪ National University Degree Pass 3rd Year Practical Examination Routine 2024 প্রকাশিত হয়েছে এই রুটিন আমাদের Daily Result BD ওয়েবসাইটে পাওয়া যাবে।এনইউ ২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট এ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে

২০২৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের NU ডিগ্ৰী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক , ভাইভা মৌখিক পরীক্ষা নিয়ে বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

NU Degree Third Year ব্যবহারিক পরীক্ষা ০৬/১১/২০২৪ থেকে শুরু হয়েছে এবং আগামী ২০/১১/২০২৪ তারিখে মধ্যে পরীক্ষা গ্রহণ ও ডাটা এন্ট্রির কাজ শেষ করতে হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্ব স্ব কলেজ নোটিশ অনুসরণ করবেন। শুধুমাত্র যাদের গনিত, পদার্থ, রসায়ন, লাইব্রেরি সায়েন্স, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ভূগোল, গার্হস্থ্য অর্থনীতি, সংগীত, মৃত্তিকা বিজ্ঞান, ড্রামা এন্ড মিডিয়া স্টাডিজ বিষয় রয়েছে তাদের অবশ্যই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২৪

ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ২০২২জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রী পাস ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার রুটিন ২০২২

National University NU Degree Pass Course 3rd Year Practical & Viva Voce Exam Routine 2021

২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রতালিকা

২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্রতালিকা

বি:দ্রঃ
১। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা (বিষয়ওয়ারী) ও বিভিন্ন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েব-সাইট (www.nuac.bd/degree/pmarks) থেকে সংগ্রহ করে তার পরীক্ষার্থীদেরকে অবহিত করবেন।
২। তত্ত্বীয় পরীক্ষার জন্য কেন্দ্রে সরবরাহকৃত অতিরিক্ত উত্তরপত্র দিয়ে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করবেন। অতিরিক্ত উত্তরপত্রের উপর “ডিগ্ৰী পাস ব্যবহারিক পরীক্ষা-২০২৪” সীল দিয়ে ব্যবহারিক উত্তরপত্র হিসেবে ব্যবহার করবেন। যে সকল কলেজে পরীক্ষার কেন্দ্র ছিল না তারা তাদের নির্ধারিত তত্ত্বীয় পরীক্ষার কেন্দ্র হতে অতিরিক্ত উত্তরপত্র সংগ্রহ করে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করবেন। তত্ত্বীয় পরীক্ষার কেন্দ্রের
ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবহারিক কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার জন্য অতিরিক্ত উত্তরপত্র সরবরাহ করার জন্য অনুরোধ করা হলো।

প্রিমিয়াম সাজেশন Premium Suggestion
৩। ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পরের দিন ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র, হাজিরাপত্র ও নম্বর আলাদা আলাদাভাবে নিয়মানুযায়ী গালাসীল করে পরীক্ষা বিভাগের ডিগ্রী পাস শাখায় জমা দিতে হবে।

ডিগ্ৰী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ব্যবহারিক- ২০১৯ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ধি, নম্বরফর্দ প্রেরণ ও সংরক্ষণের নির্দেশাবলী

বহিঃপরীক্ষক নিয়োগঃ
ব্যবহারিক পরীক্ষার বহিঃপরীক্ষকের নাম চিঠির মাধ্যমে কেন্দ্র ও বহিঃপরীক্ষককে জানানো হবে। সংশ্লিষ্ট কেন্দ্র বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করবে নির্ধারিত সময়সূচির মধ্যে) এবং চিঠি না পেলে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে বহিঃপরীক্ষকের নাম জেনে নিতে হবে। অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে।

অন্তঃপরীক্ষক নিয়োগঃ
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রের বিভাগীয় প্রধানসিনিয়র শিক্ষক (জ্যেষ্ঠতার ভিত্তিতে) অন্তঃপরীক্ষকের দায়িত্ব পালন করবেন।
বহিঃপরীক্ষকের অপারগতা ও ব্যবহারিক পরীক্ষার নির্ধারিত দিনে অনিবার্য কারণ বশতঃ যদি কোন বহিঃপরীক্ষক অনুপস্থিত থাকেন। বহিঃপরীক্ষক অপারগতা প্রকাশ করেন, তবে সে সকল কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপ-পরীক্ষা নিয়ন্ত্রক/পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের সাথে যোগাযোগ করে বহিঃপরীক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবেন। কোন অবস্থাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে বহিঃপরীক্ষক নিয়োগ এবং পরীক্ষা গ্রহণ করা যাবে না।

NU ব্যবহারিক পরীক্ষার প্রিন্ট আউটঃ
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের কেন্দ্রওয়ারী ব্যবহারিক নম্বরফর্দ”,”হাজিরাপত্র” ও “বিবরণী ফরম” জাতীয় বিশ্ববিদ্যালয়ের
ওয়েব-সাইট (www.nuac.bd/degree/pmarks) থেকে ডাউন লোড করে প্রিন্ট নিতে হবে।
ব্যবহারিক পরীক্ষা গ্রহণঃ ব্যবহারিক কেন্দ্রের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা কেন্দ্রের আওতাধীন কলেজসমূহ এবং বহিঃপরীক্ষকের সাথে যোগাযোগ করে সকাল ৯-০০টা হতে ১০-০০টার মধ্যে পরীক্ষা শুরুর ব্যবস্থা করবেন। সকল পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর ব্যবহারিক নম্বর ফর্দ” এ পূরণ করার পর নম্বরফর্দের নিচে অন্তঃপরীক্ষক, বহিঃপরীক্ষক ও সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের অধ্যক্ষ স্বাক্ষর করবেন। পরীক্ষার্থীর নম্বর ফর্দ www. nu.ac.bd/degree/pmarks এ submit করার পর প্রিন্ট আউটের কপির নীচে অন্তঃপরীক্ষক ও সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের অধ্যক্ষ স্বাক্ষর করবেন। আর “হাজিরাপত্র” অবশ্যই যথাযথভাবে পূরণ করে পরীক্ষার্থী স্বাক্ষর করবে। হাজিরাপত্রের নীচে অবশ্যই অন্তঃপরীক্ষক ও অধ্যক্ষ স্বাক্ষর করবেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের নম্বরফর্দে ও হাজিরাপত্রে অবশ্যই অনুপস্থিত লিখতে হবে। কোন ঘর কোন অবস্থাতেই খালি রাখা যাবে না।

অন-লাইনে নম্বর এন্ট্রিঃ
সকল পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ শেষে কেন্দ্র কলেজ নম্বরফর্দ www.nuac.bd/degree/pmarks URL এ যাওয়ার পর Center log in লিংকে ক্লিক করতে হবে। Center log in করে mark Entry লিংক এর মাধ্যমে প্রত্যেক subject select করার পর student Exam roll এটুি করে mark submit করতে হবে। নম্বর এন্ট্রি করার পর তা পুনরায় যাচাই করে ডাটা Send করতে হবে এবং বিষয় ভিত্তিক প্রিন্ট করতে হবে। এক্ষেত্রে কলেজের পাসওয়ার্ড এর গোপনীয়তা রক্ষা করতে হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group