শিক্ষক নিয়োগ তথ্য

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষার পরামর্শ 2024

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষার পরামর্শ 2024 Primary School Teacher Recruitment Viva Exam Advice। আগামী জুনের মধ্যে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কোন কোন জেলায় সকল কাগজ পত্রের ৩ কপি লাগবে আবার কোন কোন জেলায় ১ কপি সেক্ষেত্রে ৩ কপি করে রাখায় ভালো। এই সকল কাগজ জমা দিলে ডিপিও স্যার একটা অনুমতি পত্র দিবেন সেটায় অবশ্যই ভাইবার সময় সাথে নিয়ে যেতে হবে। এটা ছাড়া কখন ভাইভা দিতে পারবেন না। ভাইভা কার্ড আসার সময় টা ভালো করে করে যেন নিবেন। প্রয়োজনে অফিসে গিয়ে দেখে আসবেন। আমার ভাইভা বিকালে ছিল কিন্তু কার্ডে সকালে লেখা ছিল।ফলে আমাকে ভোগান্তিতে পরতে হয়।

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার পরামর্শ
ভাইভার পোষাক
১) ছেলেরা ফরলাম ড্রেস পরবেন। তাই বলে গরমে স্যুট পরে চলে যেয়েন না।
২) মেয়েরা শাড়ি পড়াটাই ভালো। তবে যারা কোনদিন শাড়ি পড়েননি বা অনভ্যস্ত তাদের না পড়াই ভালো। হালকা রং এর মার্জিত পোষাক পরবেন। অতিরিক্ত মেক আপ না করাই ভালো। হালকা রং এর লিপস্টিক, কাজল ছোট টিপ ব্যবহার করতে পারেন। এমন কিছু পরবেন যা দৃষ্টিকটু দেখায়।
ভাইভার জন্য কী কী পরবেন
১) নিজ জেলা সম্পর্কিত তথ্য
২) জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত তথ্য।
৩) সাম্প্রতিক তথ্য
৪) ছোট ছোট ট্রান্সলেশন
৫) প্রাথমিক এর বই এর সাবলীল রিডিং পড়া
৬) ছোট ছোট অংক
৭) গান, কবিতা আবৃত্তি যে পারেন চর্চা করবেন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ভাইভা পরীক্ষার পরামর্শ

Read More-প্রাইমারী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার তারিখ ও প্রয়োজনীয় কাগজ পত্র

যা যা বললাম আমার গতবারের ভাইভার অভিজ্ঞতা থেকে বললাম। ভাইভা যদিও প্রশ্ন করার কোন লিমিটেশন নেই। আর যারা লিখিতে ঠিকেছেন তারা অনেক আমার থেকে বেশি জানেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু পারলাম দিলাম। ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা সরকারি চাকরি গুরুত্ব এখন অনেক, আর শিক্ষকতা একটি মহান পেশা। এই কথা গুলো মাথায় রেখে ভাইভা দিবেন। সকলের জন্য শুভ কামনা।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group