জাতীয় বিশ্ববিদ্যালয়

শনিবার ছুটির দিনেও পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শনিবার ছুটির দিনেও পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা পরীক্ষার সূচিতে দেখা গেছে, ২০২১ সালের বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, যা আগামী ৩ অক্টোবর শেষ হবে। ১২টি বিষয়ে ১২ দিন পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সরকারি ছুটির দিন শনিবার চারটি পরীক্ষা রয়েছে। এ ছাড়া ১৪ সেপ্টেম্বর থেকে স্নাতকোত্তর প্রথম পর্ব পুরোনো সিলেবাসে (বিশেষ) মাসব্যাপী পরীক্ষা শুরু হচ্ছে। এ সময়সূচিতেও চারটি শনিবার পরীক্ষার দিন নির্ধারিত রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আহমেদ খান বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে শুক্র ও শনিবার ক্লাস বন্ধ থাকবে বলা হলেও পরীক্ষা নেওয়া যাবে না—এমন কথা বলা নেই। এ ছাড়া এই দুই পরীক্ষার সময়সূচি প্রজ্ঞাপনের আগেই প্রণয়ন করা। তবে ভবিষ্যতে প্রজ্ঞাপন অনুসরণ করেই পরীক্ষার সময়সূচি প্রণয়ন করা হবে। যাতে শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কোনো সমস্যা না হয়।’

ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। একজন কর্মকর্তা বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহের শুক্র ও শনিবার ছুটি ঘোষণা করা হলেও শনিবার ছুটির দিনে কোন যুক্তিতে পরীক্ষা নেওয়া হচ্ছে—আমরা তা বুঝতে পারছি না।’

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group