জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ২য় বর্ষের জিপিএ (GPA) যেভাবে হিসেব করবেন

অনার্স ২য় বর্ষ বর্ষের ফলাফল ২০২৩ ৫ জুন ২০২৩ইং তারিখে সন্ধ্যা ৮ টায় ওয়েবসাইটে প্রকাশ করেছে এনইউ। শুধুমাত্র SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>h2<space> Roll No লিখে 16222 নম্বরে Send করবেন।

আজকে আমরা কিভাবে অনার্সের জিপিএ হিসেব করা করা যায় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

জাতীয় বিশ্ববিদ্যালয় সিজিপিএ ক্যালকুলেটর দিয়ে অনলাইনে হিসেব করুন আপনি কত জিপিএ পেয়েছেন? NU CGPA Calculator Link Online

অনার্স ২য় বর্ষের জিপিএ যেভাবে হিসেব করবেনঃ

অনার্স ২য় বর্ষের জিপিএ যেভাবে হিসাব করবেনঃ
How to Calculate Honours 2nd Year GPA

আপনার মোট বিষয়গুলোর প্রাপ্ত গ্রেড পয়েন্ট সব যোগ করে আপনার মোট বিষয় সংখ্যা দিয়ে ভাগ করলে GPA পেয়ে যাবেন।

ধরুন, আপনার ৬ টা সাবজেক্টে প্রাপ্ত GPA: (B,,B-,C+,B-,B-,C+)

তাহলে, (3.00+2.75+2.50+2.75+2.75+2.50) = 16.25

এখন 16.25÷6= 2.71 (দশমিকের পর ২য় ঘর হিসাব করবেন)

জিপিএ ৩.০০ বা তদুর্ধ = ১ম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম = ২য় বিভাগ
জিপিএ ১.০০ থেকে ২.০০ এর কম = তৃতীয় বিভাগ

তবে ইংরেজি (আবশ্যিক) বিষয়ে কোনো GPA দেওয়া থাকবেনা শুধু PASS লিখা থাকবে কারন এটি নন ক্রেডিড সাবজেক্ট এজন্য জিপিএতে নাম্বার যোগ হবেনা ।

আরো পড়ুন –অনার্স ২য় বর্ষ বর্ষের রেজাল্ট

অনার্স ২য় বর্ষের ফলাফল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। শুধুমাত্র রেজিষ্ট্রেশন নং দিয়ে ফলাফল দেখবেনঃ http://results.nu.ac.bd/results_latest/ এই লিংকে।
এ পরীক্ষায় মোট ৪,৪৪,৭৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ২,৩৭,১২৭ জন শিক্ষার্থী ৩য় বর্ষের জন্য Promote হয়েছেন। পাশের হার ৯২.৬৬%।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ পরীক্ষার ৯২ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বুধবার অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানবিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group