জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন রেজাল্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ করবেন ২০২০ যেভাবে এবং ফলাফল দেখার নিয়ম নিয়ে আলোচনা করা হবে। National University LLB 1st Year Rescrutiny Result 2020.
এলএলবি প্রথম পর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেননি তাদেরকে পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ
২৩-০৭-২০২০ তারিখ সকাল ১০:০০টা হতে ০৯-০৮-২০ তারিখ দুপুর ২:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ১০-০৮-২০২০ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।
এনইউ এলএলবি ১ম পর্ব পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন বিজ্ঞপ্তি ২০২০
আবেদনের নিয়ম / পদ্ধতিঃ
এনইউ ওয়েবসাইটের এই http://202.51.179.36/PMS/Student/Rescruitning.aspx Link গেলে নির্ধারিত সময়ের মধ্যে (এর আগে কিংবা পরে পাবেন না) আবেদন ফরম পাবেন। এই ফরম পূরণ করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip এ সংশ্লিষ্ট খাতের সঞ্চয়ী হিসাব নম্বর ০২১৮১০০০০০১৩৫ উল্লেখপূর্বক টাকার অংক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ যে কোন সোনালী ব্যাঙ্কের শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
সতর্কতাঃ
রেজিস্ট্রেশন নম্বর যথাযথভাবে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বে ও পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোন ফরমে টাকা জমা দিলে সমস্যা হতে পারে।
আবেদনের ফিসঃ প্রতি পত্রের পুন:নিরীক্ষণের আবেদনের জন্যে ৮০০ টাকা করে ফি প্রদান করতে হবে।
NU LLB পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশের পদ্ধতিঃ
এলএলবি ১ম পর্ব পরীক্ষার পুন:নিরীক্ষণের ফলাফল দেখুন এখানেঃ www.nu.ac.bd/results
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পুন:নিরীক্ষণের ফলাফল এসএমএস /মেসেজে এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। National University LLB 1st year Rescrutiny Application and LLB First Year result 2019