জাতীয় বিশ্ববিদ্যালয়ভর্তি তথ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ মে ভর্তি কার্যক্রম শেষ হবে জুন মাসে

আজ রবিবার (২২ মে) বিকেল ৪টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সালের স্নাতক ভর্তি আবেদন শুরু হচ্ছে। অনলাইনের মাধ্যমেম এ আবেদন চলবে আগামী ৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন শুরু মে মাসে, ভর্তি কার্যক্রম শেষ হবে জুন মাসে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সালের  স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জুন মাসের মধ্যেই শেষ করার কথা ভাবছে কর্তৃপক্ষ।মে মাসে অনলাইনে মাধ্যমে ভর্তির আবেদন শুরু হবে। এরপর জুনের মধ্যেই ভর্তির মেধাতালিকা প্রকাশসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু হবে।এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে বিগত কয়েক বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে অনার্স ভর্তি নেওয়া হবে। সুতরাং ভর্তি পরীক্ষা হচ্ছে না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন বলেন, সভায় প্রাথমিকভাবে নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামীকে বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকটি বড়ির সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা মে মাসে আবেদন প্রক্রিয়া ও জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু করার কথা ভাবছি।

তিনি আরও বলেন, এবারও জিপিএর ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। সব প্রক্রিয়াও অনলাইনে সম্পন্ন করা হবে।

আবেদন করতে কত পয়েন্ট লাগবে?
সাইন্স- SSC 3.00 & HSC 2.50
ব্যবসায় – SSC 3.00 & HSC 2.50
মানবিক- SSC 2.50 & HSC 2.50 পয়েন্ট থাকতে হবে।
কত সালের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবে ?

SSC ২০১৮/২০১৯ HSC ২০২০/২০২১ সালে পাশ থাকতে হবে।

আবেদন ফরম পূরণ ও সংগ্রহের তারিখ: ২২/০৫/২০২২ থেকে ০৯/০৬/২০২২
আবেদন ফি জমা দেয়ার তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১১/০৬/২০২২
অনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১২/০৬/২০২২

The online admission application for the National University will start in May and the admission process will end in June. The authorities are thinking of completing the admission process for the first year of graduation (honors) of the 2021-2022 academic year of the National University by next June. The application for admission will start online in May. Classes will start in early July after completing all the procedures including the publication of the merit list for admission in June. Honors admission will be taken in the affiliated colleges of this university on the basis of SSC and HSC results as in previous years. So the admission test is not happening.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group