ইসলামি বিশ্ববিদ্যালয়পরীক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা,অনলাইনে ক্লাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল খোলা রেখে অনলাইনে ক্লাস এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে। একইসাথে অফিসসমূহ ও ভর্তির কার্যক্রম চলবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ অনলাইনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষা, আবাসিক হল এবং অফিসসমূহ চালু থাকবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে ভর্তির কার্যক্রম চলমান থাকবে।

Online classes and ongoing and announced examinations will be held in person at the Islamic University (IU) with the hall open. At the same time, offices and admission activities will continue. University Registrar (in charge) on Friday night. This information has been revealed in a circular signed by Ataur Rahman.

According to the circular, classes of Islamic universities will be closed online till February 8 in light of the notification issued by the cabinet department. Ongoing and announced examinations in accordance with hygiene rules, residential halls, and offices will remain open. At the same time, the admission process will continue in accordance with the health rules.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group