শিক্ষা নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খোলা রাখা হবে আবাসিক হল। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে।

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেলা ২টা পর্যন্ত অফিস খোলা থাকবে। আর স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ক্লাস-পরীক্ষাসমূহ অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিস সীমিত পরিসরে চলবে।

Comilla University (CUB) has decided to stop physical class examinations. However, the residential hall will be kept open. The decision was taken at a meeting of the university’s academic council on Friday night (January 21). According to the Academic Council, the online class examination will continue.

This decision will remain in force till February 8. Besides, the office will be open till 2 pm in a limited range as per the health rules. And the admission process of the first year of graduation will continue. In this regard, the registrar of the university (additional responsibility) Prof. Dr. Md. Abu Taher said that in the light of the notification of the cabinet department, it has been decided to conduct the class examinations online. The office will be limited.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group