তথ্যপ্রযুক্তিশিক্ষা নিউজ

যেভাবে মেসেঞ্জার চ্যাট সুরক্ষিত রাখবেন

যেভাবে মেসেঞ্জার চ্যাট সুরক্ষিত রাখবেন। এন্ড টু এন্ড এনক্রিপশন এনাবেল করলে আপনার সব চ্যাটে একটি সুরক্ষা কী (key) যুক্ত হবে। ফলে ইন্টারনেটে সুরক্ষিতভাবে মেসেজ আদান প্রদান করতে পারবেন। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনি যে ব্যক্তিকে মেসেজ পাঠাবেন শুধু সেই ব্যক্তিই মেসেজ পড়তে পারবেন।এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক থেকে রেহাই পাওয়া সম্ভব। আজকাল প্রায় সব মেসেজিং অ্যাপে এই ফিচার ডিফল্ট হলেও মেসেঞ্জারে আলাদা করে এন্ড টু এন্ড এনক্রিপশন এনেবেল করতে হবে গ্রাহককে।

বিশ্বের প্রায় সব দেশেই ফেসবুকের ব্যবহারকারী রয়েছে। ফেসবুকের চ্যাটের জন্য মেসেঞ্জার ব্যবহার করতেই হয়। এ কারণে মেসেজিং অ্যাপ হিসেবে মেটার এই মেসেঞ্জার খুবই জনপ্রিয়।অফিসিয়াল চ্যাট তো রয়েছেই সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের সঙ্গেও বার্তা আদান প্রদান করেন এখানে। এক্ষেত্রে সুরক্ষার কথা বিবেচনায় আপনাকে রাখতেই হবে। ব্যবহারকারীর সুরক্ষার কথা বিবেচনা করে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার যুক্ত করেছে।

চলুন দেখে নেওয়া যাক কীভাবে এন্ড টু এন্ড এনক্রিপশন এনেবেল করবেন-

সিক্রেট কনভারসেশনের মাধ্যমে করতে হলে-
Messenger এর সিক্রেট কনভারসেশনের মধ্যেও রয়েছে বিল্ট ইন এন্ড টু এন্ড এনক্রিপশন। এই মোডে চ্যাট করলে কোন চ্যাট Facebook পড়তে পারবে না। তবে যে ডিভাইস থেকে চ্যাট করছেন সেই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে সেই চ্যাট দেখা যাবে না। তবে একাধিক ডিভাইস থেকে সিক্রেট চ্যাট দেখার জন্য পৃথক অনশন এনেবেল করতে হবে। তবে এই ফিচার শুধু অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাড থেকেই ব্যবহার করা যাবে।

মেসেঞ্জারের হোম ট্যাবে ডান দিকে উপরে এডিট (Edit) বাটন সিলেক্ট করুন।
এবার সিক্রেট (Secret) টগল এনেবেল করে দিন।
এবার যে কনট্যাক্টের সঙ্গে সিক্রেট চ্যাট শুরু করতে চান সেই কনট্যাক্ট সিলেক্ট করুন।

চাইলে টাইমার বাটনের মাধ্যমে নির্দিষ্ট সময় পরে মেসেজ ডিলিট করে দেওয়ার অপশন এনেবেল করতে পারবেন। এছাড়াও একটি সক্রিয় চ্যাট এনেবেল করে ডান দিকে উপরে আই (i) বাটনে ট্যাপ করে মোর অ্যাকশনস (More actions) এর অধীনে গো টু সিক্রেট কনভারসেশন (Go to secret conversation) অপশন বেছে নিন।

দুটি উপায়ে কাজটি করতে পারেন। ১ম পদ্ধতি হচ্ছে ভ্যানিশ মোড ব্যবহার করে এই ফিচার এনেবেল করা যাবে। ২য়টি হচ্ছে মেসেঞ্জারের সিক্রেট কনভারসেশন ফিচার এনেবেল করেও এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার করা যাবে।

ভ্যানিশ মোডের মাধ্যমে করতে হলে-
ভ্যানিশ মোডে সাময়িকভাবে কোনো মেসেজ পাঠানো সম্ভব। আপনি চ্যাট উইন্ডো বন্ধ করে দিলে সেই চ্যাট নিজে থেকেই ডিলিট হয়ে যায়।

প্রথমে ভ্যানিশ মোড এনেবেল করার জন্য যে কোনো একটি চ্যাট থ্রেড ওপেন করে সোয়াইপ আপ করুন।
এরপরে আপনি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবহার শুরু করতে পারবেন।
একবার সেই চ্যাট বন্ধ করে দিলে সব চ্যাট ডিলিট হয়ে যাবে।
একই উপায়ে ইনস্টাগ্রামেও ভ্যানিশ মোড ব্যবহার করা যাবে।

How to keep messenger chat safe. Enabling end-to-end encryption will add a security key to all your chats. As a result, you can safely exchange messages on the Internet. Only the person to whom you send the message through end-to-end encryption can read the message. Through end-to-end encryption, it is possible to get relief from a man-in-a-middle attack. Although this feature is the default in almost all messaging apps nowadays, the customer has to enable end-to-end encryption separately in Messenger.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group