শিক্ষা খবরশিক্ষা নিউজ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ মার্চ ক্লাস শুরু

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৩ মার্চ ক্লাস শুরু।মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ সালের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন আগামী বুধবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হবে। এরপর যথারীতি ক্লাস কার্যক্রমও শুরু হবে। রবিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ নির্ধারণ করবে। এছাড়া নবাগত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির সময় এসএসসি ও এইচএসসি অথবা সমমান মূল সার্টিফিকেট ও মার্কশীট সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মাভাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হওয়ায় নির্দিষ্ট মূল কাগজপত্র ক্লাস শুরুর সময় থেকে জমা নেয়ার কথা বলা হয়েছে। ফলে যদি বিশ্ববিদ্যালয়টিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যদি সকলে মূল কাগজপত্র জমা না দেয় সেক্ষেত্রে আবারও আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।তবে এই অনুষদের খালি থাকা ১৩টি আসন পরবর্তী মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ফোন করে ডেকে ভর্তি নেয়া হবে বলে জানান তিনি।কোটা থাকা শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জানা গেছে চলতি সপ্তাহেই কোটা থাকা শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে।

Classes start on 23rd March at Maulana Bhasani University of Science and Technology. Orientation of 1st year 1st semester of 2020-21 in Maulana Bhasani University of Science and Technology (Mawabiprabi) will be held next Wednesday (23rd March). Then the class activities will start as usual. Sunday (March 20) University Registrar. Md. This information was given in a circular signed by Touhidul Islam. Newcomers are also required to bring SSC and HSC or equivalent original certificates and mark sheets while attending classes.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group