তথ্যপ্রযুক্তি

ফেসবুক পেজে লাইক বাটন থাকছে না

ফেসবুক পেজে লাইক বাটন থাকছে না।গেলো বছরের শেষে দৈনিক ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক। এতে আর্থিক ক্ষতির মুখেও পড়েছে সাইটটি। প্রযুক্তি বাজারে নিজেদের আরও বেশি ঢেলে সাজাচ্ছে। যা ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করবে।এবার ফেসবুক পেজের ডিজাইনে আসছে বড় পরিবর্তন। ফেসবুক পেজে থাকবে না ‘লাইক’ বাটন। এর পরিবর্তে ‘ফলোয়ারস’ ফিচারটির উপর ভিত্তি করে একটি পেজের ফ্যান সংখ্যা যাচাই করা হবে।

ফেসবুক পেজ এর লাইকের পরিবর্তে ফলোয়ার ফিচারটি কতজন মানুষ কোন পেজের আপডেট গ্রহণ করছে তার সংখ্যা সঠিকভাবে প্রদর্শন করে।ফেসবুক পেজে আসছে আরেকটি অসাধারণ ফিচার। যার মাধ্যমে পেজের আলাদা নিউজ ফিড থাকবে। অর্থাৎ ফেসবুক প্রোফাইল ব্যবহারে যেভাবে পেজকে ফলো করা বা ফলো করা পেজ বা গ্রুপে কমেন্ট করা যায়, ঠিক তেমনি পেজ থেকেও এসব করা যাবে।
পেজ এর নিউজ ফিড ফিচারটির মাধ্যমে পেজ, গ্রুপ ও ট্রেন্ডিং কনটেন্টও দেখা যাবে ফেসবুক পেজের নিউজফিডে। এতে সরাসরি পেজ থেকে লাইক কমেন্ট করা যাবে।

মূলত একটি পেজের জনপ্রিয়তাকে ভুলভাবে উপস্থাপন করে বলেই লাইক ফিচারটি সরিয়ে নেওয়া হচ্ছে। অনেক সময় একজন ব্যবহারকারী কোনো পেজ লাইক ঠিকই দেন, কিন্তু পেজ আনফলো করে রাখেন। এর ফলে পেজে লাইক থাকলেও পেজের কনটেন্ট ব্যবহারকারীর নিকট পৌঁছায় না। আবার অনেকে বন্ধুর অনুরোধে কোনো পেজে লাইক দেওয়ার পর পেজ আনফলো করে পেজ থেকে পোস্ট করা আপডেটসমূহ ইগনোর করেন।

নতুন ধরনের কিউঅ্যান্ডএ (Q&A) ফরমেট যুক্ত হতে যাচ্ছে ফেসবুক পেজে। যা ফ্যানদের সঙ্গে আরও যুক্ত হতে সাহায্য করবে। এছাড়াও উন্নতি আসতে যাচ্ছে বিভিন্ন টুলস ও ইনসাইটসেও। গত বছর থেকেই ফেসবুক পেজের এই নতুন ডিজাইন প্রক্রিয়া শুরু হয়েছে।এরই মধ্যে অনেক ফেসবুক পেজে এই পরিবর্তন চলে এসেছে। বিশেষ করে অভিনেতা, লেখক ও ক্রিয়েটরগণ সবার আগে এই ফেসবুক পেজ ডিজাইন আপডেট পাবেন। ইংরেজী ভাষার ব্যবসায়িক পেজগুলোও এক্ষেত্রে বিশেষ প্রাধান্য পাবে।

There is no like button on the Facebook page. Facebook lost its daily users at the end of the year. The site also suffered financial losses. Technology is pushing itself even more into the market. This will make the Facebook user experience even better. There is a big change in the design of the Facebook page. There will be no ‘Like’ button on the Facebook page. Instead, the fan number of a page will be verified based on the ‘Followers’ feature.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group