তথ্যপ্রযুক্তি

যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন

যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন।স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবহারকারীরা। পেগাসাস কাণ্ডের পর বিশ্বজুড়ে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কিন্তু আপনি সামান্য কৌশল খাটিয়ে স্মার্টফোনে থাকা তথ্য চুরির চেষ্টা ব্যর্থ করে দিতে পারেন। জেনে নিন কিভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন।মাত্র এক মিনিটেই পুরোনো একটি কৌশল খাটিয়ে হ্যাকারদেরকে স্মার্টফোনের তথ্য চুরির চেষ্টা ব্যর্থ করে দেয়া সম্ভব।

কিন্তু কিভাবে হ্যাকারদের ঠেকাতে পারবে ফোন রিবুটের এই পুরোনো কৌশল? এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানান, নিয়মিতভাবে স্মার্টফোন খোলা ও বন্ধ করার মাধ্যমে সাইবার অপরাধীদের কিংবা ভাড়া করা গোয়েন্দা ফার্ম, যারা ডিজিটাল বিশ্বে তথ্য নিরাপদ ও ব্যক্তিগত রাখার জন্যে হুমকি হয়ে উঠেছে, তাদেরকে থামাতে না পারলেও দক্ষ হ্যাকারদেরকে অন্য কারও ফোনের মধ্যে ঢোকা ও তথ্য চুরির প্রচেষ্টাকে কঠিন করে তুলবে।মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা গত বছর মোবাইল ডিভাইস নিরাপত্তার একটি নীতিমালা প্রণয়ন করেছে যেখানে হ্যাকিং বন্ধ করার একটি উপায় হিসাবে সপ্তাহে একবার ফোন রিবুট করার পরামর্শ দেয়া হয়েছে।

মাত্র দুইটি সহজ ধাপে এক মিনিটেরও কম সময়ে স্মার্ট ফোন নিরাপদে রাখা যায় বলে জানিয়েছেন মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির সদস্য অ্যাঙ্গাস কিং। তিনি জানান এ বছর নিরাপত্তা কর্মকর্তাদের এক ব্রিফিং এ সেলফোন কিভাবে নিরাপদ রাখা যায় তা নিয়ে তিনি কিছু পরামর্শ পেয়েছেন।প্রথম ধাপ, ফোন বন্ধ করা। দ্বিতীয় ধাপ, ফোন খোলা। ব্যস! কম্পিউটার ঠিক করার সবচেয়ে পুরনো ও সহজ এই উপায়টিই নিরাপদে রাখতে পারে আপনার ফোনকে।

How to reduce the risk of smartphone hacking. Users are concerned about the security of the smartphone. After the Pegasus incident, new discussions have started all over the world. But with a little skill, you can thwart attempts to steal data from a smartphone. Learn how to reduce the risk of smartphone hacking. It is possible to thwart hackers’ attempts to steal smartphone data by using an old strategy in just one minute.

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group