তথ্যপ্রযুক্তিশিক্ষা খবর

অ্যান্ড্রয়েডের নতুন সব ফিচার দেখে নিন

অ্যান্ড্রয়েডের নতুন সব ফিচার দেখে নিন । মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ছয়টি নতুন ফিচার ঘোষণা করেছে। যদিও ফিচারগুলো এখনও নির্দিষ্ট কয়েকটি দেশের বেটা প্রোগ্রামাররাই ব্যবহার করতে পারবেন, শিগগিরই সাধারণ ব্যবহারকারীরা এগুলো উপভোগ করতে পারবেন। আজকের আয়োজনে অ্যান্ড্রয়েডের নতুন সব ফিচার নিয়ে আজকের বিস্তারিত আলোচনা।

ফিচারগুলোর মধ্যে রয়েছে জিবোর্ডের জন্য নতুন ইমোজি, বইয়ের জন্য অটো জেনারেটেড ন্যারেটার, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য বিশেষ লেবেল এবং আরও বেশ কিছু ফিচার।

অ্যান্ড্রয়েডের নতুন সব ফিচার দেখে নিন

অটো জেনারেটেড ন্যারেটার : গুগল, কোনো অডিও ভার্সন ছাড়াই গুগল প্লে-বুকসের জন্য এ ন্যারেটার ফিচারটি নিয়ে এসেছে। এটিও বর্তমানে শুধু বেটা ব্যবহারকারীদের জন্যই এসেছে। এ মুহূর্তে গুগল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাবলিশার্সদের সঙ্গে কাজ করছে এবং ২০২১ সালের প্রথম দিকে সব ব্যবহারকারীদের জন্য বিশেষ ফিচারটি চালু করার কথা ভাবছে।

জিবোর্ড ইমোজি কিচেন : ব্যবহারকারীরা নতুন ফিচারটির সাহায্যে তাদের পছন্দসই ইমোজির মাধ্যমে স্টিকারগুলো সাজিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে জিবোর্ডে যে কোনো দুটি ইমোজি ট্যাপ করলেই গুগল সঙ্গে সঙ্গে ওই দুটি ইমোজির একত্রিকরণের ফলে নতুন স্টিকারের বিভিন্ন রূপ প্রদর্শন করবে। এ ফিচারটি ইতোমধ্যেই জিবোর্ডের বেটা ভার্সনে চলে এসেছে। ২/১ সপ্তাহের মধ্যে এটি অ্যান্ড্রয়েড ৬.০ বা তার পরবর্তী অপারেটিং সিস্টেমগুলোতে ব্যবহার করতে পারবেন।

ভয়েস অ্যাক্সেস : অ্যান্ড্রয়েড ডিভাইসের ভয়েস অ্যাক্সেস ফিচারটিতে নির্দিষ্ট লেভেল আনতে চলেছে গুগল। এর সাহায্যে ইউজাররা বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ‘ওপেন ফটো’, ‘ট্যাপ সার্চ’ বা ‘ট্যাপ ইয়োর ম্যাপ’ ইত্যাদি লেভেল যুক্ত করতে পারবেন এবং ভয়েস কমান্ড দিয়ে অ্যাপগুলো পরিচালনা করতে পারবেন। মূলত মোটর ডিস্যাবিলিটি সম্পন্ন ব্যক্তিদের জন্য ভয়েস অ্যাক্সেস ফিচারটি প্রথমে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ডিভাইসগুলোর জন্য চালু করা হয়েছিল।

ম্যাপ গো ট্যাব : গুগল ম্যাপের জন্য নতুন গো ট্যাব চালু করেছে প্রতিষ্ঠানটি। এ বিশেষ ট্যাবের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের জায়গাগুলো নেভিগেট করতে পারবেন। আবার দিকনির্দেশ (ডিরেকশন), লাইভ ট্র্যাফিক, রুট জ্যামের তাৎক্ষণিক ফলাফল পেতে এ ট্যাব থেকে ব্যবহারকারীরা নিজেদের লোকেশনগুলো পিন করে রাখতে পারবেন। খুব শিগগিরই অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা গুগল ম্যাপে ‘গো ট্যাব’ দেখতে পাবেন।

অটো সেবা : গুগল তাদের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অটো সেবা ফিচারের আপডেট এনেছে। নতুন আপডেটে অ্যান্ড্রয়েড অটো সেবাটি বিশ্বের আরও কয়েকটি দেশের জন্য প্রসারিত করা হয়েছে।

নিয়ারবাই শেয়ার : অ্যান্ড্রয়েড নিয়ারবাই শেয়ার অপশনের জন্য নতুন আপডেট এসেছে। এ নিয়ারবাই শেয়ারের মাধ্যমে গুগল প্লে থেকে যে কোনো অ্যাপ শেয়ার করার সুবিধা চালু করা হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে DailyResultBD.com ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন YouTube Channel জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ দেখুন এখানে একসাথে National University Notice Board অনার্স /মার্স্টাস/ ডিগ্রি পরীক্ষার প্রিমিয়াম সাজেশন পেতে ফেসবুক পেজে মেসেজ দিন। https://www.facebook.com/PremiumSuggestion আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন Facebook Group